ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নববর্ষের উদযাপন বাতিল করে সমাবেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ২০:৩৩
‘বিশ্ব যখন নতুন বছরে প্রবেশ করছে, তখনও ফিলিস্তিনে গণহত্যা চলছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, অবরোধ অব্যাহত রয়েছে, আর আশ্রয়হীন অবস্থায় তাঁবুতে থাকা মানুষজন ঠান্ডায় জমে মারা যাচ্ছে। ইসরাইল ফিলিস্তিনের সাথে করা শান্তি প্রতিশ্রুতি মানছে না।’
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে সুইডেনে শত শত মানুষ নববর্ষের উদযাপন বাতিল করে রাজধানী স্টকহোমে সমাবেশ করেছে। বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে তীব্র শীত উপেক্ষা করে সিভিল সোসাইটি সংগঠনের আহ্বানে বিক্ষোভকারীরা সেগেলস তর্গ স্কয়ারে জড়ো হন।
এ সময় নববর্ষ উদযাপনের পরিবর্তে তারা ইসরাইলের হাতে নিহত শিশু ও বেসামরিক মানুষের জন্য শোক প্রকাশ করেন।
বিক্ষোভে ইংরেজিতে লেখা ‘গাজায় শিশুরা হত্যা শিকার হচ্ছে’, ‘বিদ্যালয় ও হাসপাতালে বোমাবর্ষণ করা হচ্ছে’, ‘অবিলম্বে যুদ্ধবিরতি মানুন’ ও ‘খাদ্য সঙ্কটের অবসান ঘটান’ লেখা সংবলিত ব্যানার নিয়ে সমবেত জনতা গাজায় ইসরাইলের চালানো গণহত্যা বন্ধের দাবি জানান। সেইসাথে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে সুইডেনের প্রতি আহ্বান জানান তারা।
আয়োজকদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বিক্ষোভকারীরা বলেন, ‘নতুন বছরে আমরা ফিলিস্তিনে গণহত্যা, অবরোধ ও এসব ঘটনার প্রতি নীরবতা প্রত্যাখ্যান করছি। অন্যায় দেখেও চোখ বন্ধ করে আমরা নতুন বছর শুরু করতে চাই না।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘বিশ্ব যখন নতুন বছরে প্রবেশ করছে, তখনও ফিলিস্তিনে গণহত্যা চলছে। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে, অবরোধ অব্যাহত রয়েছে, আর আশ্রয়হীন অবস্থায় তাঁবুতে থাকা মানুষজন ঠান্ডায় জমে মারা যাচ্ছে। ইসরাইল ফিলিস্তিনের সাথে করা শান্তি প্রতিশ্রুতি মানছে না।’
পরে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি পতাকা নেড়ে এবং হাতে মশাল নিয়ে সুইডিশ পার্লামেন্টের দিকে অগ্রসর হয়।
ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরাইল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। যে চুক্তির মাধ্যমে দুই বছরব্যাপী ইসরাইলি যুদ্ধ থামানো হয়েছিল এবং যে যুদ্ধে অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত নারী ও শিশু মিলিয়ে ৭১ হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবরের ১০ তারিখের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪১৪ জন নিহত এবং এক হাজার ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

