Logo

আন্তর্জাতিক

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:০৪

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ছবি : সংগৃহীত

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস এসব তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে, ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। সান মার্কোস শহরটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী পর্যটন নগরী আকাপুলকো থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম রাজধানীর ন্যাশনাল প্যালেসে এক সংবাদ ব্রিফিংয়ে অংশ নিচ্ছিলেন। ব্রিফিং চলাকালেই ভূমিকম্পের সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। এ সময় প্রেসিডেন্ট, সাংবাদিকসহ উপস্থিত সবাই নিরাপত্তার স্বার্থে দ্রুত হলকক্ষ ত্যাগ করেন।

কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে ব্রিফিং পুনরায় শুরু হয়। তখন প্রেসিডেন্ট শিনবাউম সাংবাদিকদের জানান, তিনি গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

প্রেসিডেন্ট শিনবাউম বলেন, ‘আমি গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে কথা বলেছি। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৌভাগ্যের কথা হলো— ভূমিকম্পে মেক্সিকো সিটি (রাজধানী), গুয়েরেরো কিংবা দেশের কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, মেক্সিকো সিটির সঙ্গে ঢাকার সময়ের পার্থক্য প্রায় ১২ ঘণ্টার কিছু বেশি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর