Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিচার হবে মাদুরোর

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩

যুক্তরাষ্ট্রে বিচার হবে মাদুরোর

যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি জানিয়েছেন, ‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। রুবিও তাকে জানিয়েছেন, মাদুরো যুক্তরাষ্ট্রে আটক থাকায় ভেনেজুয়েলায় আর কোনো হামলা চালানো হবে না।’

সিনেটরের তথ্য অনুযায়ী, আটককৃত মাদুরোকে যুক্তরাষ্ট্রে আনা হবে এবং এখানেই তার বিচার হবে। মাইক লি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, ‘মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হাতে থাকায় ভেনেজুয়েলায় আর হামলা চালানো হবে না। মাদুরোকে আটক করার সময় যারা অংশ নিয়েছিলেন, তাদের রক্ষায় মধ্যরাতে এসব হামলা চালানো হয়েছিল।’

যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো ভেনেজুয়েলায় একটি মাদক সাম্রাজ্য পরিচালনা করছিলেন। সেখানে উৎপাদিত মাদক যুক্তরাষ্ট্রে পাঠানো হতো। এ কারণে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে ইতিমধ্যেই পরোয়ানা জারি করা হয়েছিল। তাকে গ্রেপ্তার বা আটক করতে সহায়তা করলে ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোকে আটক করেছে ডেল্টা ফোর্স, যা দেশটির সেনাবাহিনীর প্রধান সন্ত্রাসবিরোধী ইউনিট।

এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর