Logo

আন্তর্জাতিক

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাব : ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৫১

ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাব : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভেনেজুয়েলায় ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাব।’

শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলায় হামলা ও দেশটির প্রেসিডেন্টকে ‘আটক’ করার পর গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চাই যুক্তরাষ্ট্র। ‘উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন,’ বলেন তিনি।

‘প্রয়োজনে আরও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা,’ বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, ‘পৃথিবীর কোন দেশ এমটা করতে পারেনি মার্কিন বাহিনী গত রাতে যা করেছে।’

এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার-এ-লাগোসে দেওয়া ভাষণে তিনি বলেন, তাদের এখন নিউইয়র্কে নিয়ে আসা হচ্ছে। সেখানে তারা আমেরিকান বিচারের মুখোমুখি হবেন।

নিউইয়র্ক ছাড়াও ফ্লোরিডা ও অন্যান্য শহরে তাদের বিচার হবে বলে তিনি জানান।

এর আগে ট্রুথ স্যোশালে দেওয়া একটি পোস্টে মাদুরোর ছবি শেয়ার করে ট্রাম্প জানান, ইউএসএস ইয়ু জিমায় করে তাদের আমেরিকায় নিয়ে আসা হচ্ছে।

এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই দম্পতির বিরুদ্ধে নিউ ইয়র্কে অভিযোগ গঠন করা হয়েছে এবং তারা হেলিকপ্টার এবং জাহাজে করে বিভিন্ন রাজ্যে ভ্রমণ করবেন।

ট্রাম্প বলেন, ‘তারা অনেক মানুষ এবং অনেক আমেরিকানকে হত্যা করেছে, এমনকি তাদের নিজের দেশের মানুষকেও।’

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর