Logo

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র : জাতিসংঘ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১১:২৩

ভেনেজুয়েলায় ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে যুক্তরাষ্ট্র : জাতিসংঘ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র জানিয়েছেন, এ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানহীনতা এবং একটি বিপজ্জনক নজির স্থাপিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এসব তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভেনেজুয়েলায় উত্তেজনা বৃদ্ধির কারণে মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীরভাবে উদ্বিগ্ন। সেই উত্তেজনার চূড়ান্ত বহিঃপ্রকাশ হলো যুক্তরাষ্ট্রের শনিবারের সামরিক অভিযান। মহাসচিবের আশঙ্কা, এ অভিযানের ফলে অদূর ভবিষ্যতে দক্ষিণ আমেরিকা অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

মহাসচিবের মুখপাত্র বলেন, ‘নিরপেক্ষভাবে ভেনেজুয়েলার পরিস্থিতি বিচার-বিবেচনা করলে বলা যায়, এ অভিযানের মাধ্যমে একটি বিপজ্জনক নজির স্থাপিত হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানবোধের অভাব মহাসচিবকে উদ্বিগ্ন করেছে। তিনি সবাইকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান ও সমর্থন প্রদানের আহ্বান জানিয়েছেন।’

‘সেই সঙ্গে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে এ সংকট সমাধান করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন মহাসচিব।’

পৃথক এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অঙ্গসংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফলকার তুর্ক বলেন, ‘ভেনেজুয়েলার জনগণের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তী যেকোনো পদক্ষেপের দিকনির্দেশনা এটিই নির্ধারণ করবে।’

এর আগে স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন বিমান বাহিনী। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অভিযানের বিষয়ে তিনি চার দিন আগেই সবুজ সংকেত দিয়েছিলেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতিসংঘ যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর