ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিলে সম্মতি দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৩:০২
রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতসহ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিলটি পাস হলে রাশিয়ার সঙ্গে জ্বালানি ও কৌশলগত পণ্যের বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা পাবে মার্কিন প্রশাসন।
মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাট— উভয় দলের সমর্থনে উত্থাপিত ‘রাশিয়া স্যাংশন বিল’-এ ট্রাম্প ইতোমধ্যে সম্মতি দিয়েছেন। এ বিলের মূল লক্ষ্য রাশিয়ার ব্যবসায়িক অংশীদারদের ওপর চাপ সৃষ্টি করা, বিশেষ করে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোকে।
রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের যৌথ উদ্যোগে প্রণীত এ বিলে বলা হয়েছে, রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে— এমন দেশগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যাবে। এর মাধ্যমে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের অর্থনৈতিক জোগান বন্ধ করাই বিলটির প্রধান উদ্দেশ্য।
বিলটি পাস হলে, যারা জেনেবুঝে রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনছে, সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর প্রেসিডেন্ট সরাসরি ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন।
এ কঠোর নিষেধাজ্ঞার লক্ষ্য হলো মস্কোকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা।
সিনেটর গ্রাহাম বলেন, আগামী সপ্তাহেই বিলটি নিয়ে সিনেটে ভোটাভুটি হতে পারে। তিনি মনে করেন, ইউক্রেন যখন শান্তির জন্য ছাড় দিচ্ছে, তখন পুতিনকে দমাতে এ বিল সঠিক সময়েই আনা হয়েছে।
এমবি

