Logo

আন্তর্জাতিক

জাতিসংঘের ৩১টিসহ ৬৬ আন্তর্জাতিক সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭

জাতিসংঘের ৩১টিসহ ৬৬ আন্তর্জাতিক সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে জাতিসংঘের ৩১টি সংস্থা ও কর্মসূচি এবং জাতিসংঘের বাইরে থাকা আরও ৩৫টি আন্তর্জাতিক সংগঠন। খবর আলজাজিরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) হোয়াইট হাউসের এক ঘোষণায় বলা হয়েছে, যেসব সংস্থা জলবায়ু পরিবর্তন, শ্রম, অভিবাসন, লিঙ্গসমতা, বৈচিত্র্য ও তথাকথিত ‘ওয়োক’ কর্মসূচিকে গুরুত্ব দেয়— সেগুলো যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। এ কারণেই এসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।

জাতিসংঘের যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে রয়েছে ইউএনএফসিসিসি (জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন), ইউএন উইমেন, ইউএন পপুলেশন ফান্ড, ইউএন ডেমোক্রেসি ফান্ড, ইউএন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউএন এনার্জি, ইউএন ওয়াটার, ইউএন ইউনিভার্সিটি, ইউএন হ্যাবিট্যাট, ইউএন ওশানসসহ জলবায়ু, মানবাধিকার, লিঙ্গসমতা, জনসংখ্যা ও উন্নয়ন–সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ সংস্থা ও কমিশন।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–সংক্রান্ত সংস্থা, শান্তি প্রতিষ্ঠা কমিশন ও ফান্ড, আফ্রিকাবিষয়ক বিশেষ দপ্তর এবং শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা পর্যবেক্ষণকারী জাতিসংঘের দপ্তরগুলো থেকেও যুক্তরাষ্ট্র সরে যাচ্ছে।

জাতিসংঘের বাইরের ৩৫টি সংগঠনের মধ্যে রয়েছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি), ইন্টারন্যাশনাল রিনিউএবল এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্সসহ পরিবেশ, গণতন্ত্র, অভিবাসন ও টেকসই উন্নয়নভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, জানুয়ারি ২০২৫ সালে ক্ষমতায় ফেরার পর ট্রাম্পের প্রথম সিদ্ধান্তগুলোর একটি ছিল প্যারিস জলবায়ু চুক্তি থেকে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করা। সেই সিদ্ধান্ত কার্যকর হবে ২৭ জানুয়ারি ২০২৬ থেকে। এর ফলে যুক্তরাষ্ট্র আর কার্বন নিঃসরণ কমানোর আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় থাকবে না।

নতুন স্মারকে ট্রাম্প প্রশাসন প্যারিস চুক্তির ভিত্তি হিসেবে বিবেচিত ১৯৯২ সালের ইউএনএফসিসিসি চুক্তি থেকেও বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। বিশ্লেষকদের মতে, এটি বৈশ্বিক জলবায়ু আলোচনার পুরো কাঠামো থেকে যুক্তরাষ্ট্রকে কার্যত সরিয়ে নেওয়ার একটি বড় পদক্ষেপ।

তবে প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)-এর সদস্যপদ বজায় রাখবে। এগুলোকে তারা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও মানবিক স্বার্থের জন্য ‘অপরিহার্য’ বলে বিবেচনা করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, বিশেষ করে ইউএনএফসিসিসির মতো সিনেট অনুমোদিত চুক্তি থেকে একতরফা প্রত্যাহার নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ট্রাম্প প্রশাসন।

সূত্র : আলজাজিরা

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর