Logo

আন্তর্জাতিক

‘বাংলাদেশি’ সন্দেহে ভারতে মুসলিম যুবকের ওপর হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ২০:৫৮

‘বাংলাদেশি’ সন্দেহে ভারতে মুসলিম যুবকের ওপর হামলা

আহত দিলজান আনসারি

ভারতে ‘বাংলাদেশি’ সন্দেহে ফের এক মুসলিম যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। কর্ণাটক রাজ্যের মাঙ্গালুরুতে এক পরিযায়ী শ্রমিককে মারধরের এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম দিলজান আনসারি। তিনি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা।

পুলিশ জানায়, আনসারি গত ১৫ বছর ধরে প্রতিবছর প্রায় ছয় মাস করে মাঙ্গালুরুতে শ্রমিক হিসেবে কাজ করে আসছেন।

ঘটনাটি ঘটে গত ১১ জানুয়ারি সন্ধ্যায়। পুলিশ সূত্রে জানা যায়, চার ব্যক্তি আনসারির পথরোধ করে তাকে ‘বাংলাদেশি’ বলে অভিযুক্ত করে পরিচয়পত্র দেখতে চান। আনসারি নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলেও তারা তা মানতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে অভিযুক্তরা কাছাকাছি থাকা কিছু বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে।

এ সময় এক স্থানীয় নারী এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় আনসারিকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরলেও শুরুতে পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি।

পরে স্থানীয় নেতাদের উদ্যোগে বিষয়টি পুলিশের নজরে আসে। মাঙ্গালুরু পুলিশ কমিশনার সুধীর কুমার রেড্ডি এক বিবৃতিতে জানান, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া গেছে যে দিলজান আনসারি একজন ভারতীয় নাগরিক।

তিনি আরও জানান, হামলার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন- সাগর, দানুশ, লালু রাথিশ ও মোহন। সবাই মাঙ্গালুরুর কুলুর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে চার অভিযুক্ত পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: দ্য হিন্দু

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর