Logo

আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫৯

উত্তেজনার মধ্যে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করল ইরান

আঞ্চলিক ও অভ্যন্তরীণ উত্তেজনার প্রেক্ষাপটে কয়েক ঘণ্টার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইরান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে জারি করা এক ‘নোটিস টু এয়ার মিশনস’-এ দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। পরে কয়েক ঘণ্টা পর ধীরে ধীরে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, এই সময়ে কেবল পূর্বানুমতি পাওয়া আন্তর্জাতিক বেসামরিক আগমন ও প্রস্থানকারী ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। ইরানে প্রবেশ ও ইরান থেকে বের হওয়া সব ফ্লাইটই এই বিধিনিষেধের আওতায় পড়ে।

অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, বৃহস্পতিবার ভোরে চার ঘণ্টারও বেশি সময় ধরে ইরানের আকাশসীমা কার্যত বন্ধ থাকায় আন্তর্জাতিক অনেক এয়ারলাইন উত্তর ও দক্ষিণ দিক দিয়ে বিকল্প রুট ব্যবহার করে। ইরান পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এই সিদ্ধান্তের প্রভাব তাৎক্ষণিকভাবে বৈশ্বিক বিমান চলাচলে পড়ে।

নিরাপত্তা বিশ্লেষণমূলক ওয়েবসাইট সেফএয়ারস্পেস জানিয়েছে, বেশ কয়েকটি এয়ারলাইন ইতোমধ্যে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির মতে, এই পরিস্থিতি ভবিষ্যতে সামরিক বা নিরাপত্তাজনিত তৎপরতা বাড়ার ইঙ্গিতও দিতে পারে।

এই আকাশসীমা বন্ধের ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও দমন-পীড়ন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের উত্তেজনাও তীব্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

এদিকে জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়ে মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। ইরান সরকার অবশ্য এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদের অভিযোগ করেছে, যা পশ্চিমা দেশগুলো প্রত্যাখ্যান করেছে।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে। তবে এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক হতাহতের তথ্য প্রকাশ করেনি।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর