ছবি: সংগৃহীত
গ্রিনল্যান্ডে পৌঁছেছেন ইউরোপের ছয়টি দেশের সেনারা। যৌথ মহড়ায় অংশ নিতে বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানীতে পৌঁছান তারা। দ্বীপটির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করতে ডেনমার্ক ও তার মিত্ররা এই পদক্ষেপ নিয়েছে।
দলে যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের সেনারা রয়েছেন। খবর দিয়েছে রয়টার্স।
সুমেরু অঞ্চলের এই দ্বীপকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের মধ্যে বুধবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের বিষয়ে আলোচনা হলেও সমস্যা সমাধানে কোনো অগ্রগতি হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরে বলছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ এই দ্বীপ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অপরিহার্য। রাশিয়া বা চীন যাতে এটি দখল করতে না পারে, সে জন্য তার বিবেচনায় আছে সব বিকল্প। তিনি মনে করেন, সুমেরু অঞ্চলে রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে ডেনমার্ক যথেষ্ট সক্ষম নয়।
তবে গ্রিনল্যান্ড ও ডেনমার্ক বারবার জানাচ্ছে, দ্বীপ বিক্রির জন্য নয়। যেকোনো হুমকি বা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মিত্রদের মধ্যে আলোচনা করে সমাধান করা উচিত।
ইউরোপীয় ইউনিয়নের কিছু প্রভাবশালী দেশ ডেনমার্কের পাশে অবস্থান নিয়েছে। তারা সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি অভিযান চালিয়ে দ্বীপটি দখল করে, তাহলে এটি কার্যত ন্যাটোর অস্তিত্বকেই প্রভাবিত করতে পারে।
এএস/

