ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) ইয়োগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে উড্ডয়ন করার পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, বিমানে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর তাদের সঙ্গে শেষবার যোগাযোগ হয়।
মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারোস রিজেন্সির পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থল ও আকাশপথে অভিযান চালাচ্ছে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। নিখোঁজ বিমান খুঁজে পেতে হেলিকপ্টার ও ড্রোনও ব্যবহার করা হচ্ছে।
এমবি

