অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারী তুষারপাতের কারণে অন্তত পাঁচজন স্কিয়ার নিহত হয়েছেন। ছবি : সংগৃহীত
অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারী তুষারপাতের কারণে অন্তত পাঁচজন স্কিয়ার নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) সাল্জবুর্গের কাছে পংগাউ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পর্বত উদ্ধারকারী সংস্থা। খবর বিবিসি’র।
পর্বত উদ্ধার কর্মকর্তারা জানান, সাতজন স্কিয়ারের একটি দলের ওপর হঠাৎ তুষারধস নেমে চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং একজন গুরুতর আহত হন। বাকি দুজন তুলনামূলকভাবে অক্ষত থাকলেও তাদেরও উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
এর প্রায় দেড় ঘণ্টা আগে একই এলাকায় খোলা আলপাইন ভূখণ্ডে আরেকটি তুষারধসে এক নারী স্কিয়ার চাপা পড়ে নিহত হন। দিনভর ওই অঞ্চলে আরও কয়েকটি তুষারধসের খবর পাওয়া গেলেও সেগুলোতে কেউ হতাহত হননি।
পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই ট্রাজেডি দেখিয়ে দিয়েছে বর্তমান তুষারধস পরিস্থিতি কতটা ভয়াবহ।
এমবি

