স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত
স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
সোমবার (১৯ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, কোরদোবার কাছে আদামুজ শহরের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন হঠাৎ লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে আছড়ে পড়ে। একই সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক বিবৃতিতে বলেন, দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।
দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানান, এ দুর্ঘটনায় অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ বলে মন্তব্য করলেও সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো ঘটনাটিকে ‘দুস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন। দুর্ঘটনার পরপরই তিনি ঘটনাস্থলে ছুটে যান।
আন্দালুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, জীবিতদের কাছে পৌঁছাতে গিয়ে তাদের মৃতদের মরদেহ সরাতে হয়েছে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, মালাগা রেলস্টেশন থেকে ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন।
এমবি

