Logo

আন্তর্জাতিক

কানাডার নোভা স্কশিয়ায় ঝড়ের তাণ্ডব, হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন

স্কুল বন্ধ ঘোষণা

Icon

কানাডা প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৫৪

কানাডার নোভা স্কশিয়ায় ঝড়ের তাণ্ডব, হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন

কানাডার নোভা স্কশিয়ায় শীতকালীন ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী ও ভেজা তুষারপাতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। পরিস্থিতির কারণে পুরো প্রদেশজুড়ে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) সকাল থেকে নোভা স্কশিয়ার বিভিন্ন এলাকায় তীব্র শীতকালীন ঝড় বয়ে যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, প্রদেশের অধিকাংশ এলাকায় ১৫ থেকে ২৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। উঁচু এলাকাগুলোতে বরফের পরিমাণ ৩০ সেন্টিমিটারের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

নোভা স্কশিয়া পাওয়ার জানিয়েছে, ঝড়ের কারণে এক লাখের বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারী বরফ বিদ্যুৎ সরঞ্জামের ওপর জমে যাওয়ায় এবং গাছ ও ডাল ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঝড়ের প্রভাবে সড়ক যোগাযোগেও মারাত্মক বিঘ্ন ঘটেছে। হ্যালিফ্যাক্স এলাকায় পুলিশ হাইওয়ে ১১৮-এর আউটবাউন্ড লেন এক্সিট ১৩-এর পর থেকে বন্ধ করে দিয়েছে। সেখানে একাধিক বড় ট্রাক আটকে পড়েছে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) চালকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। কাম্বারল্যান্ড কাউন্টির হাইওয়ে ১০৪ এবং কোলচেস্টার কাউন্টির হাইওয়ে ১০২-এ একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

ঝড়ের প্রভাব পড়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। ডালহাউজি ইউনিভার্সিটি, মাউন্ট সেন্ট ভিনসেন্ট ইউনিভার্সিটি এবং সেন্ট মেরিজ ইউনিভার্সিটির ক্যাম্পাস সোমবার বন্ধ রাখা হয়েছে। সেন্ট মেরিজ ও মাউন্ট সেন্ট ভিনসেন্ট ইউনিভার্সিটি উভয়ই বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে। পাশাপাশি নোভা স্কশিয়া কমিউনিটি কলেজের বেশ কয়েকটি ক্যাম্পাসও বন্ধ ঘোষণা করা হয়েছে।

নোভা স্কশিয়া পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ পুনরুদ্ধারে মাঠে শত শত কর্মী কাজ করছেন। তবে খারাপ আবহাওয়া ও সড়কের বেহাল অবস্থার কারণে অনেক এলাকায় পৌঁছাতে তাদের বেগ পেতে হচ্ছে।

এদিকে কেপ ব্রেটন এবং অ্যান্টিগোনিশ ও গাইসবরো কাউন্টির প্রাদেশিক সরকারি দপ্তরগুলো সোমবার সকাল ১১টার আগে খোলা হবে না বলে জানানো হয়েছে। ঝড়ের প্রভাব কাটতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যম বিশেষ বুলেটিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরার আহ্বান জানিয়েছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ঝড় ও বৃষ্টি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর