Logo

আন্তর্জাতিক

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল আমেরিকা : রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল আমেরিকা : রাজপথে হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে ফের বিক্ষোভে ফেটে পড়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির ওয়াশিংটন ডিডিসিসহ বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধান শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে হাজার হাজার মানুষ মিছিলে অংশ নেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম বার্ষিকীতেই দেশজুড়ে এই গণ-অসন্তোষ ছড়িয়ে পড়ল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফেডারেল এজেন্টদের (আইস) বিতর্কিত কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে এক মার্কিন নাগরিক নারীকে গাড়ি থেকে টেনে নামানো এবং মিনিয়াপোলিসে ৩৭ বছর বয়সী মা রেনি গুডকে গুলি করে হত্যার ঘটনার পর এই বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলের মতো ছোট শহর থেকে শুরু করে বড় বড় শহরগুলোতে শত শত মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন— ‘আইস নয়, ফ্যাসিবাদের ঠাঁই নেই যুক্তরাষ্ট্রে’। ওহাইওর ক্লিভল্যান্ডে শিক্ষার্থীরা মিছিল করে বলেন, “ঘৃণা নয়, শরণার্থীরা এখানে স্বাগত”। অন্যদিকে নিউ মেক্সিকোর সান্তা ফে-তে হাইস্কুল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজ্য ক্যাপিটলে সমাবেশে যোগ দেন।

ট্রাম্প প্রশাসনের দাবি, ভোটারদের ম্যান্ডেট অনুযায়ী তারা অবৈধ অভিবাসীদের বহিষ্কার অভিযান চালাচ্ছে। তবে সাম্প্রতিক জনমত জরিপ বলছে, ফেডারেল সংস্থাগুলোর চরম বলপ্রয়োগের পদ্ধতি বেশিরভাগ আমেরিকানই সমর্থন করছেন না। বিশেষ করে টেক্সাসের এল পাসোর একটি আটক কেন্দ্রে গত ছয় সপ্তাহে তিন বন্দির মৃত্যুর ঘটনা সমালোচনার আগুনে ঘি ঢেলেছে।

এ বিক্ষোভের ডাক দিয়েছিল বামপন্থী সংগঠন ‘অবিভাজ্য’ (Indivisible) ও ‘৫০৫০১’। তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল পর্যায়ের মানবাধিকার সংগঠনগুলো। নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের পর সান ফ্রান্সিসকো ও সিয়াটলের মতো পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতেও সন্ধ্যা নাগাদ বিশাল কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রশাসনের কঠোর অবস্থানের বিপরীতে এই গণবিক্ষোভ ট্রাম্প সরকারের অভিবাসন নীতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

কেই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর