Logo

আন্তর্জাতিক

আরও পাঁচ বছরের জন্য ভিয়েতনামের ক্ষমতাসীন দলের নেতৃত্বে তো লাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ২৩:৫১

আরও পাঁচ বছরের জন্য ভিয়েতনামের ক্ষমতাসীন দলের নেতৃত্বে তো লাম

ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হয়েছেন তো লাম

ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা হিসেবে আরও পাঁচ বছরের জন্য পুনর্নির্বাচিত হয়েছেন তো লাম।

শুক্রবার দলটির কেন্দ্রীয় কমিটির সর্বসম্মত ভোটে তিনি আবারও পার্টির জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। নতুন মেয়াদে সংস্কার কার্যক্রম জোরদার করে রপ্তানিনির্ভর অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ানোর অঙ্গীকার করেন তিনি।

একদলীয় রাষ্ট্র ভিয়েতনামে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি পদটি সবচেয়ে ক্ষমতাধর। পাঁচ বছর অন্তর অনুষ্ঠিত দলীয় কংগ্রেস শেষে নবগঠিত কেন্দ্রীয় কমিটি এই পদে নেতা নির্বাচন করে। এবার ১৮০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সবাই ৬৮ বছর বয়সী তো লামের পক্ষে ভোট দেন।

পুনর্নির্বাচনের পর দেওয়া বক্তব্যে নিজেকে সংস্কারপন্থী নেতা হিসেবে তুলে ধরে তো লাম বলেন, দল ও রাষ্ট্রব্যবস্থার ভেতরে আরও গভীর সংস্কার প্রয়োজন। সততা, মেধা, সাহস ও দক্ষতার ভিত্তিতে একটি কার্যকর শাসনব্যবস্থা গড়ে তোলাই তার লক্ষ্য।

এর আগে, সপ্তাহের শুরুতে দলীয় কংগ্রেসে দেওয়া ভাষণে তো লাম চলতি দশকে বার্ষিক ১০ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণের কথা বলেন। শুক্রবার সেই লক্ষ্য দলীয় প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়।

তবে বিনিয়োগকারী ও কূটনীতিকদের একাংশ এই প্রবৃদ্ধির লক্ষ্যকে উচ্চাভিলাষী বলে মনে করছেন। ভিয়েতনামভিত্তিক বিনিয়োগ তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডাইনাম ক্যাপিটালের চেয়ারম্যান ক্রেগ মার্টিন লক্ষ্যটিকে ‘খুবই উচ্চাকাঙ্ক্ষী’ বলে মন্তব্য করেন। তবে তিনি তো লামের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসাও করেন।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, চলতি ও আগামী বছর ভিয়েতনামের গড় অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৫ শতাংশ। গত বছর দেশটির প্রধান শেয়ারবাজার সূচক প্রায় ৪০ শতাংশ বেড়েছিল। চলতি বছর এখন পর্যন্ত সূচকটি ৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে, যদিও শুক্রবার সামান্য পতন দেখা যায়।

২০২৪ সালের মাঝামাঝি দলীয় প্রধানের দায়িত্ব নেওয়ার পর তো লামের শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্রুত হয়েছে। প্রশাসনিক সংস্কার ও আমলাতান্ত্রিক জট কমানোর উদ্যোগে তিনি প্রশংসা পেলেও এসব সংস্কারের ফলে কয়েক হাজার সরকারি কর্মচারী চাকরি হারানোয় সমালোচনার মুখেও পড়েছেন।

অসন্তোষের বিষয়টি অনুধাবন করে আগেভাগেই সেনাবাহিনীসহ দলের বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর সমর্থন নিশ্চিত করেন তো লাম-এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা।

পুনর্নির্বাচনের পর দেওয়া ভাষণে তিনি দলীয় ঐক্য বজায় রাখার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি দেশটির প্রেসিডেন্ট হওয়ার চেষ্টাও করছেন। বর্তমানে এই পদে রয়েছেন সেনাবাহিনীর একজন জেনারেল। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

তো লামের পুনর্নির্বাচনের পর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাকে অভিনন্দন জানিয়ে দুই দেশকে ‘অভিন্ন ভবিষ্যতের অংশীদার’ হিসেবে উল্লেখ করেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর