গার্ডিয়ানের খবর
মাদুরোকে গ্রেপ্তারের আগে রদ্রিগেজের সঙ্গে গোপনে যোগাযোগ ছিল যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৩
ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের আগে তার প্রশাসনের শীর্ষ ব্যক্তিরাই যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া আলোচনায় যুক্ত চারটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিশ্রুতিদানকারীদের মধ্যে রয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যিনি সম্প্রতি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন। অপর ব্যক্তি তার ভাই জর্জে রদ্রিগেজ, যিনি দেশটির জাতীয় পরিষদের প্রধান।
গোপন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডেলসি ও জর্জে যুক্তরাষ্ট্র ও কাতারের কর্মকর্তাদের জানিয়েছিলেন, মাদুরোর বিদায়কে তারা স্বাগত জানাবেন।
দ্য গার্ডিয়ান জানতে পেরেছে, মাদুরোকে গ্রেপ্তারের কয়েক মাস আগে ডেলসি রদ্রিগেজের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের যোগাযোগ শুরু হয়। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাদুরোর মধ্যে টেলিফোন আলাপ হয়। সেসময় ট্রাম্প মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানালে তিনি তা প্রত্যাখ্যান করেন। এ গুরুত্বপূর্ণ আলোচনার পরও ডেলসির সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ অব্যাহত থাকে।
গত ডিসেম্বরে ডেলসির সঙ্গে বৈঠক করা এক মার্কিন কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে জানান, ডেলসি সেসময় তার প্রস্তুতির সংকেত দিয়েছিলেন। ওই বার্তা সম্পর্কে জানা আরেক কর্মকর্তা বলেন, ‘ডেলসি বলেছিলেন, পরবর্তীতে যাই ঘটুক, তিনি এ কাজ করতে প্রস্তুত।’
শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কারাকাস প্রশাসনের অভ্যন্তরীণ ব্যক্তিদের প্রতি সন্দিহান ছিলেন। তবে পরে তিনি ডেলসির দেওয়া প্রতিশ্রুতিতে আস্থা রাখেন।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডেলসি ও জর্জে রদ্রিগেজের সহযোগিতার প্রতিশ্রুতির বিষয়টি এর আগে প্রকাশিত হয়নি। তবে মায়ামি হেরাল্ড নামক গণমাধ্যম গত অক্টোবরে কাতারের মধ্যস্থতায় এক আলোচনা ব্যর্থ হওয়ার খবর দিয়েছিল।
সেসময় ডেলসি প্রস্তাব দিয়েছিলেন, মাদুরো ক্ষমতাচ্যুত হলে তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হতে চান। রয়টার্সও সম্প্রতি জানায়, মাদুরো প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন।
গার্ডিয়ানের সূত্রগুলো জোর দিয়ে বলে, ডেলসি ও তার ভাই কেবল মাদুরো-পরবর্তী সময়ে সহযোগিতার কথা বলেছিলেন, কিন্তু সরাসরি ক্ষমতাচ্যুতকরণে সক্রিয় ভূমিকার জন্য সম্মত হননি। এ ঘটনা রদ্রিগেজ পরিবারের কোনো পরিকল্পিত অভ্যুত্থান ছিল না বলেও তারা উল্লেখ করেন।
চলতি মাসের শুরুতে কারাকাসে মার্কিন অভিযানের কয়েক ঘণ্টা পর নিউইয়র্ক পোস্টকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ডেলসি রদ্রিগেজ এতে সম্মত ছিলেন। তার সঙ্গে আমরা বহুবার কথা বলেছি।’
এসব অভিযোগ ও আলোচনা বিষয়ে ভেনেজুয়েলা ও মার্কিন সরকারের বক্তব্য জানতে দ্য গার্ডিয়ান ইমেইল পাঠালেও কোনো পক্ষ থেকে জবাব দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এআরএস

