শুধু নির্বাচন নয়, আমাদের যুদ্ধ গণতন্ত্রের জন্য : থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০০:০১
তামিলনাড়ুর মামল্লাপুরমে নিজ দলের একটি কৌশলগত বৈঠকে অংশ নেন থালাপতি বিজয়
ভারতের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয় বলেছেন, “শুধু নির্বাচন নয়, আমাদের যুদ্ধ গণতন্ত্রের জন্য। যারা এই যুদ্ধ লড়বে, তারাই আমার কমান্ডো।”
রোববার (২৫ জানুয়ারি) তামিলনাড়ুর মামল্লাপুরমে অনুষ্ঠিত একটি কৌশলগত বৈঠকে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ ও তার আসন্ন সিনেমা মুক্তিতে বাধার ঘটনার পর এই শক্ত বার্তা দিয়েছেন তিনি।
বিজয় জানান, চাপের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না এবং মাথা নত করবেন না। ওই বৈঠকে রাজ্য ও জেলা পর্যায়ের প্রায় ৩ হাজার দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবারের ভোটযুদ্ধে অংশ নেবে টিভিকে।
ক্ষমতাসীন ডিএমকে ও প্রধান বিরোধী দল এআইএডিএমকে- দুই পক্ষকেই কড়া ভাষায় আক্রমণ করেন বিজয়। তিনি বলেন, রাজনীতিতে থাকা মানুষজন ‘আন্না’কে ভুলে গেছে; এমনকি যাদের দলের নামেও ‘আন্না’ রয়েছে, তারাও। এখানে ‘আন্না’ বলতে তিনি তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী ও দ্রাবিড় রাজনীতির অন্যতম আদর্শ নেতা সিএন অন্নাদুরাইকে বোঝান।
ভোটকেন্দ্র প্রসঙ্গে বিজয় বলেন, “ক্ষমতায় থাকা দলগুলোর জন্য ভোটকেন্দ্রগুলো ভুয়া ভোটের কেন্দ্রে পরিণত হয়।” তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “প্রতিটি ভোট রক্ষা করো, সবার সঙ্গে দেখা করো।” তার দাবি, ‘অশুভ শক্তি’ ডিএমকে ও ‘দুর্নীতিগ্রস্ত শক্তি’ এআইএডিএমকের বিরুদ্ধে লড়াই করার সাহস একমাত্র টিভিকেরই আছে।
টিভিকে নেতারা জানান, দলটি সোমবার (২৬ জানুয়ারি) থেকেই রাজ্যব্যাপী প্রচার অভিযান শুরু করবে। এই সফরে তামিলনাড়ুর সব ২৩৪টি বিধানসভা আসন ঘুরে ভোটের আগে সমর্থন আদায় করা হবে। এখনো কোনো রাজনৈতিক জোটের ঘোষণা দেননি টিভিকে। নেতাদের ভাষ্য, রাজনৈতিক জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেবল বিজয়ই। এদিন বিজয় বলেন, “আমরা কোনো বন্ধু ছাড়া একাই জিতব।”
৫১ বছর বয়সী এই সুপারস্টার সাম্প্রতিক মাসগুলোতে রাজনীতিতে সক্রিয় হয়ে শিরোনামে রয়েছেন। গত বছরের সেপ্টেম্বরে তামিলনাড়ুর কারুরে বিজয়ের একটি সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন নিহত হন। এ ঘটনায় সিবিআই তদন্ত করছে ও দিল্লিতে তাকে দু’দফা জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়া বিজয়ের সিনেমা ‘জানা নায়াগান’-এর মুক্তি সেন্সর বোর্ড আটকে দেওয়ায় বিষয়টি আলোচনায় আসে। সিনেমা মুক্তির বাধা কাটাতে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
সূত্র: এনডিটিভি
এএস/

