Logo

আন্তর্জাতিক

অর্থনৈতিক সংকটে ইরানি মুদ্রা রিয়ালের অবিশ্বাস্য পতন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:০৯

অর্থনৈতিক সংকটে ইরানি মুদ্রা রিয়ালের অবিশ্বাস্য পতন

অর্থনৈতিক সংকট ঘিরে সাম্প্রতিক অস্থিরতার জেরে ইরানি মুদ্রা রিয়াল ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

মঙ্গলবার ইরানের বিভিন্ন মুদ্রা ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য দাঁড়িয়েছে ১৫ লাখ রিয়াল, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।

মুদ্রা ট্র্যাকিং ওয়েবসাইট বনবাস্টের তথ্যানুযায়ী, শুধুমাত্র চলতি মাসেই ইরানি রিয়ালের দাম প্রায় ৫ শতাংশ কমে গেছে।

এ পরিস্থিতির মধ্যেও ইরানের নবনিযুক্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি বলেছেন, ‘বৈদেশিক মুদ্রা বাজার তার স্বাভাবিক পথেই আছে।’

গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক দমনপীড়নের অভিযোগ উঠে।

মানবাধিকার সংগঠনগুলো ১৯৭৯ সালের বিপ্লবের পর এবারের বিক্ষোভকে সবচেয়ে বড় দমনপীড়ন হিসেবে বর্ণনা করছে। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, এই অস্থিরতা ও মৃত্যুর জন্য দায়ী বিদেশে অবস্থানরত বিরোধীদের মদদে পরিচালিত ‘সন্ত্রাসী ও দাঙ্গাবাজরা’।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ, মোতায়েন করা হয়েছে ইরানের কাছেই। এ ঘটনার পর আরও বেড়েছে আঞ্চলিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র ও ইরান ফের সংঘাতে জড়াতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

তথ্যসূত্র : রয়টার্স

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর