Logo

আন্তর্জাতিক

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সংসদ সদস্যসহ নিহত ১৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৪

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে সংসদ সদস্যসহ নিহত ১৫

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এক সংসদ সদস্যসহ ১৫ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘সাতেনা’ এই ভয়াবহ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 

সাতেনা কর্তৃপক্ষ জানায়, বেচক্রাফট ১৯০০ মডেলের দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমানটি ভেনেজুয়েলা সীমান্তবর্তী শহর কুকুতা থেকে দুপুরে উড্ডয়ন করেছিল। স্বল্প দূরত্বের ফ্লাইটটি পাশের শহর ওকানিয়ার উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রকাশিত যাত্রী তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন কলম্বিয়ার সংসদ সদস্য দিয়োজেনেস কুইন্তেরো, তাঁর ব্যক্তিগত টিমের কয়েকজন সদস্য এবং আগামী মার্চের নির্বাচনে কংগ্রেস পদপ্রার্থী কার্লোস সালসেদো। দুর্ঘটনায় বিমানে থাকা আরোহীদের কেউই বেঁচে নেই।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত বিমানটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। যে এলাকায় বিমানটি আছড়ে পড়েছে, সেটি একটি পাহাড়ি অঞ্চল এবং কোকা চাষের জন্য পরিচিত। অঞ্চলটি দীর্ঘদিন ধরে ‘ন্যাশনাল লিবারেশন আর্মি’ (ইএলএন) এবং ফার্কের (FARC) মতো সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত।

তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর