Logo

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে নতুন করে নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ২০:৪৪

ইরান ইস্যুতে নতুন করে নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট। ছবি: এএফপি (ফাইল)

ইরানে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়ন এবং রাশিয়াকে সমর্থন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইইউ কূটনীতিকরা জানান, এসব নিষেধাজ্ঞা মূলত তাদের লক্ষ্য করে দেওয়া হয়েছে, যারা ইরানে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নে জড়িত ছিলেন এবং যারা রাশিয়াকে সহায়তা করেছেন।

একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ইইউর সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর প্রস্তুতিও নিচ্ছেন ইইউর মন্ত্রীরা।

এতে আইআরজিসি ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো সংগঠনের কাতারে পড়বে। বিশ্লেষকদের মতে, এটি ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের দৃষ্টিভঙ্গিতে একটি প্রতীকী পরিবর্তন নির্দেশ করে।

ফ্রান্সের নেতৃত্বে ইইউর কয়েকটি সদস্য দেশ দীর্ঘদিন ধরে আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করতে অনিচ্ছুক ছিল। তবে বুধবার প্যারিস জানায়, তারা এই উদ্যোগে সমর্থন দেবে। এর ফলে অনুমোদনের পথ সুগম হয়েছে, যদিও এ ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে ইইউর ২৭টি সদস্য দেশের সর্বসম্মতি প্রয়োজন।

১৯৭৯ সালের ইরানি ইসলামি বিপ্লবের পর শিয়া ধর্মভিত্তিক শাসনব্যবস্থা রক্ষার লক্ষ্যে আইআরজিসি গঠন করা হয়। বর্তমানে সংস্থাটির ইরানের অভ্যন্তরে ব্যাপক প্রভাব রয়েছে।

আইআরজিসি দেশটির অর্থনীতি ও সশস্ত্র বাহিনীর বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে। একই সঙ্গে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির দায়িত্বও তাদের ওপর ন্যস্ত রয়েছে।

সূত্র: রয়টার্স

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর