আসামের ‘মিঞা’ মুসলিমদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:১৪
ছবি কোলাজ : বাংলাদেশের খবর
ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিতর্কিত মন্তব্য করে বলেছেন, রাজ্যের ‘মিঞা’ মুসলিমরা যেন বাংলাদেশে গিয়ে ভোট দেন। গত বুধবার (২৮ জানুয়ারি) ঝাড়খন্ডে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। খবর- বিবিসি বাংলা
হিমন্ত বিশ্বশর্মা অভিযোগ করেন যে, আসামের এই জনগোষ্ঠী কংগ্রেস এবং এআইইউডিএফ-কে ভোট দেয়, কিন্তু তার দল বিজেপিকে ভোট দেয় না। তিনি বলেন, ‘তারা যদি আসামে থেকে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য মেনে না চলে এবং নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলকে ভোট দেয়, তবে তাদের উচিত হবে বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া।’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলো এই বক্তব্যকে ‘বিদ্বেষমূলক’ এবং ‘সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টিকারী’ বলে অভিহিত করেছে। তারা বলছে, ভারতের নাগরিকদের এভাবে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার কথা বলা অসাংবিধানিক।
উল্লেখ্য, ভারতে মিঞাঁ শব্দটি আসামের বাংলাভাষী মুসলমানদের উদ্দেশ্যে বলা একটি ‘কটু কথা’, যার অর্থ ধরে নেওয়া হয় যে তারা বাংলাদেশি। হিমন্ত বিশ্বশর্মা দীর্ঘদিন ধরেই এই জনগোষ্ঠীর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে আসছেন এবং তাদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপের পক্ষে কথা বলছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী বৈতরণী পার হতেই তিনি বারবার এমন মেরুকরণকারী মন্তব্য করছেন।
অন্যদিকে, আসামের মুসলিম নেতারা বলছেন, তারা ভারতের বৈধ নাগরিক এবং ভারতের সংবিধান অনুযায়ী যেকোনো দলকে ভোট দেওয়ার অধিকার তাদের আছে।
মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের ফলে আসামের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

