Logo

আন্তর্জাতিক

পশ্চিমা দাপট রুখতে ইরান-চীন-রাশিয়ার কৌশলগত চুক্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১০:০৬

পশ্চিমা দাপট রুখতে ইরান-চীন-রাশিয়ার কৌশলগত চুক্তি

ইরানের তেহরানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের পর প্রদর্শিত আমেরিকা-বিরোধী পোস্টার এবং ইরানি পতাকা দেখছেন এক ব্যক্তি (২৮ জানুয়ারি, ২০২৬)। ছবি : ফাতেমেহ বাহরামি– আনাদোলু এজেন্সি

বিশ্ব রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে আনুষ্ঠানিকভাবে একটি ‘ত্রিপক্ষীয় কৌশলগত চুক্তি’ স্বাক্ষর করেছে ইরান, চীন ও রাশিয়া। বিশ্লেষকরা একে একবিংশ শতাব্দীর ভূ-রাজনীতিতে অন্যতম বড় মেরুকরণ হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তেহরান, বেইজিং ও মস্কোর পক্ষ থেকে এই ঐতিহাসিক চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়। 

আলজাজিরা ও মিডল ইস্ট মনিটরসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এই চুক্তির মূল উদ্দেশ্য হলো পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক আধিপত্য মোকাবিলা করা। তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, এটি মূলত পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম স্বাধীনতা এবং একটি ‘মাল্টিপোলার’ বা বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ার লক্ষে একটি বড় পদক্ষেপ।

কী আছে এই চুক্তিতে?
প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী, এই চুক্তির অধীনে তিনটি দেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে:

  • নিরাপত্তা ও প্রতিরক্ষা : গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামরিক সমন্বয়ের ক্ষেত্রে তিন দেশ একে অপরকে সহযোগিতা করবে।
  • অর্থনৈতিক সুরক্ষা : পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে বিকল্প ব্যাংকিং ব্যবস্থা এবং ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
  • পারমাণবিক সার্বভৌমত্ব : ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর পশ্চিমা দেশগুলোর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের চেষ্টার বিরুদ্ধে চীন ও রাশিয়া ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে।
  • প্রযুক্তিগত সহযোগিতা : সাইবার নিরাপত্তা এবং উন্নত সামরিক প্রযুক্তির ক্ষেত্রে তিন দেশ যৌথভাবে কাজ করবে।

যদিও এটি ন্যাটোর মতো সরাসরি কোনো সামরিক জোট নয়, তবে এটি পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে ইরানের ওপর চাপ সৃষ্টি করছে, তখন চীন ও রাশিয়ার মতো দুই শক্তিধর দেশের সরাসরি সমর্থন তেহরানকে বড় ধরনের কৌশলগত সুবিধা দেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তিকে ‘একতরফাবাদের বিরুদ্ধে কূটনৈতিক প্রতিরোধ’ হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে, চীন ও রাশিয়া জানিয়েছে যে, বিশ্বশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা এই ত্রিপক্ষীয় অংশীদারিত্বকে আরও এগিয়ে নেবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর