Logo

আন্তর্জাতিক

কঙ্গোতে কোলটান খনি ধসে ২ শতাধিক নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৩৮

কঙ্গোতে কোলটান খনি ধসে ২ শতাধিক নিহত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলের রুবায়া এলাকায় একটি কোলটান খনি ধসে অন্তত ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিদ্রোহী-নিযুক্ত প্রাদেশিক গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুয়িসা হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরা’র।

প্রাদেশিক প্রশাসনের এক উপদেষ্টা জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত মৃতের সংখ্যা ২২৭ জনে দাঁড়িয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের মধ্যে খনি শ্রমিকদের পাশাপাশি শিশু এবং স্থানীয় বাজারে কাজ করা নারীরাও রয়েছেন। অনেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

রুবায়া খনি থেকে বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান সরবরাহ করা হয়। এ খনিজ থেকে ট্যান্টালাম উৎপাদন করা হয়। যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ প্রযুক্তি এবং গ্যাস টারবাইন তৈরিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান।

স্থানীয় বাসিন্দারা প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে খননকাজে যুক্ত থাকেন।

২০২৪ সাল থেকে রুবায়া খনিটি এম-২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘের অভিযোগ, খনির সম্পদ লুট করে এম-২৩ তাদের বিদ্রোহী তৎপরতার অর্থ জোগাচ্ছে। এতে প্রতিবেশী রুয়ান্ডার সরকারের সমর্থন রয়েছে। যদিও রুয়ান্ডা সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাহাড় ধস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর