Logo

আন্তর্জাতিক

এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৭

এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম

ছবি: সংগৃহীত

কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার এপস্টেইন–সংক্রান্ত ৩০ লাখের বেশি পৃষ্ঠা নথি, ১ লাখ ৮০ হাজার ছবি ও ২ হাজার ভিডিও প্রকাশ করা হয়। পাশাপাশি প্রয়াত এই ধনকুবের–সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিওও প্রকাশ করা হয়েছে। এসব নথিতে এবার নাম জড়িয়েছে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ারের।

২০০৯ সালের একটি ই–মেইলে তার নাম উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে প্রকাশিত নথিতে মীরা নায়ারের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম বা অপরাধের অভিযোগ আনা হয়নি।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৯ সালের অক্টোবরে জনসংযোগকর্মী পেগি সিগেল একটি ই–মেইল পাঠান, যা এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঠিকানায় পাঠানো হয়েছিল। ওই ই–মেইলে নিউইয়র্কে গিসলেন ম্যাক্সওয়েলের টাউনহাউসে আয়োজিত একটি চলচ্চিত্র–সংক্রান্ত আফটার পার্টির কথা উল্লেখ করা হয়। সেখানে উপস্থিত কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামের তালিকায় মীরা নায়ারের নামও ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ওই পার্টিটি একটি চলচ্চিত্র প্রদর্শনীর পর আয়োজন করা হয়েছিল। যদিও ই–মেইলের পূর্ণ বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে, অনুষ্ঠানটি মীরা নায়ার পরিচালিত ২০০৯ সালের চলচ্চিত্র অ্যামেলিয়া–এর সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে নথিতে সরাসরি এ তথ্য উল্লেখ নেই।

মীরা নায়ার আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা। তিনি নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানির মা। মীরার জন্ম ভারতে। ওডিশার রাউরকেল্লায় তার বেড়ে ওঠা। পরে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন। সালাম বম্বে, মনসুন ওয়েডিং, দ্য নেমসেক–এর মতো চলচ্চিত্রের পরিচালক তিনি। কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন ক্যামেরা এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়নজয়ী প্রথম নারী পরিচালক হিসেবে ইতিহাসে তার নাম লেখা রয়েছে।

এদিকে, তার ছেলে জোহরান মামদানিও নিউইয়র্ক সিটিতে প্রথম মুসলমান মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। গত ১০০ বছরের মধ্যে তিনি নিউইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র।


এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর