Logo

আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে পুনর্নির্বাচিত মাইক জনসন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:১৭

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে পুনর্নির্বাচিত মাইক জনসন

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসন স্বপদে পুনর্নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) কংগ্রেসের ভোটের পর জয়ী হন জনসন। এই পদে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন। 

এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পিকার পদে পুনর্নির্বাচিত হতে জনসনের ২১৮ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন ছিল। তবে প্রথম দফার ভোটাভুটিতে তিনি ২১৬ জনের সমর্থন পান। ২১৫ জন আইনপ্রণেতা ডেমোক্র্যাট প্রার্থী হাকিম জেফরিসকে ভোট দেন। আর অন্যান্য প্রার্থীরা পান তিন ভোট। রিপাবলিকান দলের তিনজন আইনপ্রণেতা জনসনকে ভোট দেননি। 

কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় ভোটাভুটি দ্বিতীয় দফায় গড়ায়। এবারে জয়ের মুখ দেখেন তিনি। রিপাবলিকান আইনপ্রণেতাদের দৌলতে প্রয়োজনীয় ২১৮টি ভোট পান জনসন। হাকিম পান ২১৫টি ভোট। অন্যান্য প্রার্থীরা পান একটি ভোট।

এর আগে গত বছরের ৩ অক্টোবর স্পিকারের দায়িত্ব থেকে কেভিন ম্যাকার্থিকে অপসারণের পর থেকে প্রতিনিধি পরিষদ নেতৃত্বহীন ছিল। কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব আনলে তা পাস হয়। তিন সপ্তাহ পর বুধবার ২২০-২০৯ ভোটে তিনি নির্বাচিত হন। 

৫১ বছর বয়সী জনসন নির্বাচিত হওয়ার পর বলেছেন, বিশ্বজুড়ে আমাদের মিত্রদের জানাতে চাই যে, আমাদের আইনপ্রণেতাদের পরিষদ আবারও তাদের নিজেদের দায়িত্ব পালনে ফিরেছেন। 

প্রসঙ্গত, ২০১৬ সালে তিনি প্রথমবার নির্বাচিত হন। গত কয়েক দশকের মধ্যে নির্বাচিত স্পিকারদের মধ্যে তিনি কম অভিজ্ঞ। 

জনসন বলেছেন, তিনি সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দেবেন এবং ৩৩ ট্রিলিয়ন জাতীয় ঋণ মোকাবিলার পথ পর্যালোচনার জন্য একটি সর্বদলীয় কমিশন গঠন করবেন। 

স্পিকার নির্বাচিত হওয়ার পর জনসনকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা মেটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দুই দলের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর