-677a995344974.jpg)
আহত ইটভাটা মালিক।
কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শুত্রুতার জেরে এক ইটভাটা মালিককে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে বাজারে গুলি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাত ৮টায় ভেড়ামারা লাগুয়া ধুবইল ইউনিয়নের মিজান মোড়ে ঘটনাটি ঘটে। এ সময় অল্পের জন্য বেঁচে যান ইটভাটা মালিক কাওছার হোসেন (৫০)।
মুমুর্ষূ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এবিসি ব্রিকস নামের একটি ইটভাটার মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো প্রয়োজনীয় কাজ শেষ করে রাত ৮টার দিকে ইটভাটা মালিক কাওছার হোসেন মিজান মোড়ের সুজন স্টোরে বসে ছিলেন। এ সময় ৩টি মোটরসাইকেলযোগে ৮/১০ জন সন্ত্রাসী এসে তাকে হত্যার উদ্দেশ্যে পরপর ২ রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি বুকের বাম পাশে লাগে। আর অন্যটি ডান হাতের কুনই ভেদ করে এপার-ওপার হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কাওছার হোসেন বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে সন্ত্রাসী জিসান, আরমান, ইসরাইল, টুটুলের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মোটরসাইকেলযোগে এসে পরপর দুই রাউন্ড গুলি করে। আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে গিয়েছি। সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘তারা এখনো আমাকে হত্যার হুমকি দিচ্ছে। প্রাণভয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে বাড়িতেই চিকিৎসা নিতে হচ্ছে।’
প্রত্যক্ষদর্শী সুজন স্টোরের মালিক সুজন বলেন, ‘রাত ৮টার দিকে ইটভাটা মালিক কাওছার আমার দোকানে বসে ছিল। এ সময় মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী এসেই কাওছারকে উদ্দেশ্য করে গুলি করে পালিয়ে যায়।’
এ বিষয়ে মিরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
আকরামুজজামান আরিফ/এমজে