Logo

আন্তর্জাতিক

২০২৫-২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে ২.৭ শতাংশ : বিশ্বব্যাংক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৩:২০

২০২৫-২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে ২.৭ শতাংশ : বিশ্বব্যাংক

ছবি : সংগৃহীত

২০২৫ ও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতি ২.৭ শতাংশ হারে সম্প্রসারিত হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ কথা জানিয়ে বিশ্বব্যাংক বলে, ‘তবে উন্নয়নশীল অর্থনীতিগুলো ২০০০ সালের পর সবচেয়ে দুর্বল দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির দৃষ্টিভঙ্গি নিয়ে একবিংশ শতাব্দীর প্রথম ভাগ শেষ করবে বলে ধারণা করা হচ্ছে।’

শুক্রবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংকের পূর্বাভাস জানায়, ‘আগামী দুই বছরে বিশ্ব অর্থনীতি স্থিতিশীল হলেও উন্নয়নশীল অর্থনীতিগুলো উন্নত অর্থনীতির দেশগুলোর আয়ের সঙ্গে তাল মিলিয়ে ধীর গতিতে অগ্রসর হবে বলে ধারণা করা হচ্ছে।’

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধিও আগামী দুই বছরে প্রায় ৪ শতাংশে স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তবে এটি (করোনা ভাইরাস) মহামারির আগের তুলনায় দুর্বল হবে এবং দারিদ্র্য বিমোচন ও বৃহত্তর উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় অগ্রগতিকে ত্বরান্বিত করতে অপর্যাপ্ত।

বিশ্বব্যাংক জানিয়েছে, একবিংশ শতাব্দীর প্রথম দশকে উন্নয়নশীল অর্থনীতির প্রবৃদ্ধি ১৯৭০-এর দশকের পর সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে।

২০২৪ সালে নতুন বৈশ্বিক বাণিজ্য বিধিনিষেধ ২০১০-১৯ সালের গড়ের পাঁচগুণ ছিল। ফলস্বরূপ, সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০০০ এর দশকে ৫.৯ শতাংশ থেকে ২০১০ এর দশকে ৫.১ শতাংশ এবং ২০২০ এর দশকে ৩.৫ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সাল থেকে চীন ও ভারত বাদে উন্নয়নশীল অর্থনীতিগুলোর মাথাপিছু আয় বৃদ্ধির গড় হার ধনী অর্থনীতির দেশগুলোর তুলনায় অর্ধ শতাংশ কম, যা ধনী-দরিদ্রের ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছে।

ব্যাংকটির প্রধান অর্থনীতিবিদ ও উন্নয়ন অর্থনীতির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ইন্দরমিত গিল প্রতিবেদনে বলেছেন, ‘আগামী ২৫ বছর উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জন্য গত ২৫ বছরের চেয়ে কঠিন হবে।’

তিনি প্রতিবেদনে উল্লেখ করেন, বর্তমানে বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৪৫ শতাংশ অবদান রাখে উন্নয়নশীল অর্থনীতিগুলো। ২০০০ সাল থেকে যা ২৫ শতাংশ বেশি এবং তাদের পণ্য রপ্তানির ৪০ শতাংশেরও বেশি অন্যান্য উন্নয়নশীল অর্থনীতিতে যায়। যা ২০০০ সালের দ্বিগুণ।

প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়নশীল অর্থনীতিগুলো অন্যান্য উন্নয়নশীল অর্থনীতিতে বিশ্বব্যাপী মূলধন প্রবাহ, রেমিট্যান্স এবং উন্নয়ন সহায়তার একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে তারা বিশ্বব্যাপী রেমিট্যান্সের ৪০ শতাংশ অবদান রেখেছে। যা শতাব্দীর প্রথম দশকে ৩০ শতাংশ ছিল।

ফলস্বরূপ উন্নয়নশীল অর্থনীতিগুলো এখন অন্যান্য উন্নয়নশীল অর্থনীতিতে বৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি প্রভাব ফেলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, তিনটি বৃহত্তম উন্নয়নশীল অর্থনীতি- চীন, ভারত এবং ব্রাজিলের জিডিপি প্রবৃদ্ধিতে এক শতাংশ পয়েন্ট বৃদ্ধির ফলে তিন বছর পরে অন্যান্য উন্নয়নশীল অর্থনীতিতে প্রায় ২ শতাংশ জিডিপি বৃদ্ধি পাবে।

এসবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর