
মৃত্যু অনিবার্য এবং অবধারিত। মানব জীবনে মৃত্যু এমন এক সত্য, যা থেকে কারো মুক্তি নেই। আল্লাহ তায়ালা বলেন, ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৮৫) দৈনন্দিন জীবনে যদি আমরা সর্বক্ষণ মৃত্যুকে স্মরণ করি, তবে আমাদের দৃষ্টি হবে আখিরাতমুখী। গুনাহ থেকে বাঁচার শক্তি অর্জিত হবে এবং আমলের প্রতি আগ্রহ বাড়বে। কারণ, যে ব্যক্তি মৃত্যু স্মরণ করে, সে জানে তার সময় সীমিত। তাই সে সময় নষ্ট করে না। গুনাহের পথে নিজেকে ব্যয় করবে না; বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করবে। নবী (সা.) বলেছেন, ‘তোমরা মৃত্যুর স্মরণ বেশি বেশি করো, ইহা সমস্ত আনন্দকে নষ্ট করে দেয়।’ (তিরমিজি, হাদিস : ২৩০৭)
আমাদের কাজকর্ম, ব্যবসা-বাণিজ্য, পরিবার পরিচালনা, কথাবার্তায় সবখানে মৃত্যুর কথা স্মরণ রেখে চলা উচিত। তবেই আমরা অন্যায়, প্রতারণা, অসততা, হিংসা-বিদ্বেষ, অহংকার ইত্যাদি থেকে দূরে থাকতে পারবো। কেননা, মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়— এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জীবন আখিরাত। আল্লাহ তায়ালা বলেন, ‘জেনে রাখো, দুনিয়ার জীবন তো কেবল খেলাধুলা, বিলাসিতা, পারস্পরিক গর্ব ও ধন-সম্পদের প্রতিযোগিতা মাত্র।’ (সুরা হাদিদ, আয়াত : ২০)
প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা দুনিয়ার যাবতীয় ব্যস্ততায় ডুবে থাকি। কিন্তু এই শত ব্যস্ততার মাঝেও একজন মুমিন সর্বদা তার জীবনে রবের সন্তুষ্টি ও মৃত্যুর কথা স্মরণ করে। কারণ, সে ব্যক্তি সর্বদা মৃত্যুকে স্মরণ করে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নেয়। প্রতিটি কাজের আগে সে ভাবে, ইহা কি আল্লাহর সন্তুষ্টির কারণ হবে? নাকি তার অসন্তুষ্টির? এভাবেই একজন মুমিন তার জীবনকে গুনাহমুক্ত ও অর্থবহ করে তোলে এবং কাজ-কর্মে আল্লাহভীতি নিয়ে আসে।
সাহাবায়ে কেরাম তাদের জীবন চলার পথে আল্লাহভীতি প্রাধান্য দিতেন। কোনো কাজের মাধ্যমে যেন গুনাহের পথে চলে গিয়ে জাহান্নামে যেতে না হয়, এই ব্যাপারে তারা সর্বদা সতর্কতা গ্রহণ করতেন। তারা ছিলেন মৃত্যুর স্মরণে অতিশয় গুরুত্বারোপকারী। যেমন হজরত উমর (রা.) বলতেন, ‘হিসাব নেওয়ার পূর্বে নিজের হিসাব নাও এবং নিজেরা নিজেদের আমলের হিসাব করে প্রস্তুত হও।’
অতএব, মৃত্যু কেবল জীবনের সমাপ্তি নয়; বরং আখিরাতের সূচনা। তাই মৃত্যুর প্রতিধ্বনি আমাদের মনে এমনভাবে গেঁথে রাখা উচিত, যেন আমরা প্রতিটি কাজ ও সিদ্ধান্তে আখিরাতের হিসাবকে সামনে রেখে কাজ করি। নফসের খেয়াল-খুশির অনুসরণ না করে, আল্লাহভীতির সাথে জীবনের প্রতিটি মুহূর্ত অতিবাহিত করি। এভাবেই মৃত্যু চিন্তা আমাদের জীবনকে গুনাহমুক্ত ও কল্যাণময় করে তুলতে পারে।
লেখকের মেইল : hasibullah654@gmail.com
- বাংলাদেশের খবরের ইসলাম বিভাগে লেখা পাঠান এই মেইলে- bkislamic247@gmail.com
ডিআর/বিএইচ