আবদুল্লাহ ইবনু মাসলামাহ ইবনু কানাব (রহঃ) ... উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মাক্কার কোনো একটি পথে আসিম ইবনু উমার এর সঙ্গে চলছিলাম। এ সময় তিনি আমাদের সঙ্গে করে জোহরের সালাত আদায় করলেন এবং মাত্র দু-রাকআত আদায় করলেন। তারপর তিনি তার কাফিলার মধ্যে ফিরে আসলেন। আমরাও তার সঙ্গে ফিরে আসলাম। তিনি সেখানে বসে পড়লে আমরাও তার সঙ্গে বসে পড়লাম। এ সময় যে স্থানে তিনি সালাত আদায় করেছিলেন সে স্থানে তার দৃষ্টি পড়লে কিছুসংখ্যক লোককে সেখানে দাঁড়ানো দেখতে পেয়ে তিনি জিজ্ঞেস করলেন, এরা ওখানে কী করছে? আমি বললাম, তারা সুন্নাত পড়ছে। তিনি এ কথা শুনে বললেন, ভাতিজা, আমাদের যদি সুন্নাত আদায় করতে হতো তাহলে আমি ফারয সালাতও পূর্ণ আদায় করতাম। আমি সফরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে থেকে দেখেছি আমৃত্যু তিনি দু-রাকাআতের অধিক আদায় করেননি। আমি সফরে আবূ বকরের সাথে থেকে দেখেছি আল্লাহ তাকে ওফাত দান না করা পর্যন্ত তিনি দু রাকাআত সালাত আদায় করেছেন। মহান আল্লাহ বলেছেন, ‘‘আল্লাহর রাসুলের জীবনে তোমাদের অনুসরণের উত্তম নমুনা রয়েছে’’- (সুরাহ আল আহযাব ৩৩ঃ ২১)। (সহিহ মুসলিম হাদিস নং ১৪৬৪)
আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। বিদায় হজের সফরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদীনাহ থেকে যুহরের সালাত চার রাকাআত আদায় করে রওয়ানা হয়েছিলেন এবং যুলহুলায়ফাতে পৌঁছে আসরের সালাত দুই রাকাআত আদায় করেছিলেন। (সহিহ মুসলিম হাদিস নং ১৪৬৬)
শিক্ষা : কসর মানে হলো, চার রাকাত ফরজ নামাজের পরিবর্তে দুই রাকাত পড়া। যেমন: জোহর, আসর ও ইশার ফরজ নামাজ দুই রাকাত করে পড়বে।
আইএইচ/

