কোরআনের বাণী
শয়তান মানুষকে প্রতারিত করে পথভ্রষ্ট করতে চায়
(আন নিসা-৬০)
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৬
ইরশাদ হয়েছে- আপনি কি তাদের দেখেননি, যারা দাবি করে যে, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সে বিষয়ের উপর ঈমান এনেছি এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে। তারা বিরোধীয় বিষয়কে শয়তানের দিকে নিয়ে যেতে চায়, অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে, যাতে তারা ওকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়। (আন নিসা-৬০)
আইএইচ/

