হাদিসের শিক্ষা
মসজিদে প্রবেশের পর ২ রাকাত নফল নামাজ পড়বে
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৭
আবদুল্লাহ ইবনু মাসলামাহ ইবনু কানাব ও কুতায়বাহ ইবনু সাঈদ, ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) আবু কাতাদাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে বসার আগেই যেন দু-রাকাআত সালাত আদায় করে। (সহিহ মুসলিম হাদিস নং ১৫৩৯)
আবু বকর ইবনু আবু শায়বাহ্ (রহঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি আবু কাতাদাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি মসজিদে প্রবেশ করে দেখতে পেলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজনের মধ্যে বসে আছেন। সুতরাং আমিও গিয়ে সেখানে বসে পড়লাম। এ দেখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সবার আগে দু-রাকাআত সালাত আদায় করতে তোমার কী অসুবিধা ছিল? আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি দেখলাম আপনি বসে আছেন এবং আরো অনেক লোক বসে আছে (তাই আমিও বসে আদায় করেছি)। তিনি বললেন, তোমরা কেউ কোনো সময় মসজিদে প্রবেশ করলে দু-রাকাআত সলাাত আদায় না করে বসবে না। (সহিহ মুসলিম হাদিস নং ১৫৪০)
আহমাদ ইবনু জাওওয়াস আল হানাফি (রহঃ) জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। আমি একদিন মসজিদে তার কাছে গেলে তিনি আমাকে বললেন, দু-রাকাআত সালাত আদায় করে নাও। (সহিহ মুসলিম হাদিস নং ১৫৪১)
শিক্ষা : মসজিদে প্রবেশ করার পর দুই রাকাত নফল নামাজ আদায় করবে। এটাকে দুখুলুল মাসজিদ বলা হয়। আমরা অনেকেই শুধু শুক্রবারে জুমার নামাজের জন্য মসজিদে প্রবেশের পর এই আমল করে থাকি, অন্যক্ষেত্রে করি না। এটা জুমার সঙ্গে নির্দিষ্ট নয়। যেকোনো সময় মসজিদে প্রবেশের এই আমল করবে।
আইএইচ/

