কোরআনের বাণী
যেখানেই থাকো না কেন; মৃত্যু তোমাকে পাকড়াও করবেই
(আন নিসা - ৭৮)
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১২
ইরশাদ হয়েছে, তোমরা যেখানেই থাক না কেন; মৃত্যু কিন্তু তোমাদের পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর, তবুও। বস্তুত তাদের কোনো কল্যাণ সাধিত হলে তারা বলে যে, এটা সাধিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর যদি তাদের কোনো অকল্যাণ হয়, তবে বলে, এটা হয়েছে তোমার পক্ষ থেকে, বলে দাও, এসবই আল্লাহর পক্ষ থেকে। পক্ষান্তরে তাদের পরিণতি কী হবে, যারা কখনো কোনো কথা বুঝতে চেষ্টা করে না। (আন নিসা - ৭৮)

