Logo

ইসলাম

হাদিসের শিক্ষা

সফর থেকে ফিরে ২ রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:১৪

সফর থেকে ফিরে ২ রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব

জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট থেকে একটি উট কিনে ছিলেন। অতঃপর তিনি মাদীনায় আগমন করলে আমাকে মাসজিদে এসে দু রাকাআত সালাত আদায় করতে বললেন। (সহিহ মুসলিম হাদিস নং ১৫৪২)

জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক যুদ্ধে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গিয়েছিলাম। (ফিরে আসার সময়) আমার উটটি বেশ দেরি করল। সেটি বেশ ক্লান্ত-শ্রান্তও হয়ে পড়েছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগেই এসে পৌছেছিলেন। আর আমি পরদিন সকালে পৌঁছলাম। আমি মসজিদে এবং সেখানে মসজিদের দরজায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলাম। তিনি আমাকে লক্ষ করে বললেন, ‘তুমি এখন এসে পৌঁছলে। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এখন উটটি রেখে মসজিদে দু-রাকাআত সালাত আদায় করে নাও। জাবির ইবনু আবদুল্লাহ বলেছেন, এরপর আমি মসজিদে গিয়ে সালাত আদায় করে আসলাম। (সহিহ মুসলিম হাদিস নং ১৫৪৩)

শিক্ষা: সফর থেকে ফিরে এসে বাড়িতে প্রবেশ করার পূর্বে মসজিদে গিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করা মুস্তাহাব। উত্তম। না করলে কোনো সমস্যা নেই। তবে আদায় করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ মান্য করায় সওয়াব মিলবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাদিসের শিক্ষা আল হাদিস মাদরাসা শিক্ষা

হাদিসের শিক্ষা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর