Logo

ইসলাম

কোরআনের বাণী

যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৩:৫৮

যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল

এরশাদ হয়েছে- যে লোক রাসুলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করল। আর যে লোক বিমুখতা অবলম্বন করল, আমি আপনাকে (হে মুহাম্মদ), তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি। (আন নিসা - ৮০)

আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ হলেন যথেষ্ট ও কার্যসম্পাদনকারী

এরশাদ হয়েছে- আর তারা বলে, আপনার আনুগত্য করি। অতঃপর আপনার নিকট থেকে বেরিয়ে গেলেই তাদের মধ্য থেকে কেউ কেউ পরামর্শ করে রাতের বেলায় সে কথার পরিপন্থী যা তারা আপনার সাথে বলেছিল। আর আল্লাহ লিখে নেন, সে সব পরামর্শ যা তারা করে থাকে। সুতরাং আপনি তাদের ব্যাপারে নিস্পৃহতা অবলম্বন করুন এবং ভরসা করুন আল্লাহর উপর, আল্লাহ হলেন যথেষ্ট ও কার্যসম্পাদনকারী। (আন নিসা - ৮১)

কোরআনের বাণী

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর