হাদিসের শিক্ষা
চাশতের নামাজ সর্বনিম্ন চার রাকাত আর সর্বোচ্চ ৮ রাকাত
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৪:০০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘যুহা’ বা চাশতের সালাত কয় রাকাত আদায় করতেন? জবাবে আয়িশাহ (রাযিঃ) বললেন, তিনি ‘যুহা’ বা চাশতের সালাত সাধারণত চার রাকাত আদায় করতেন এবং অনেক সময় ইচ্ছামতো আরো বেশি আদায় করতেন। (সহিহ মুসলিম হাদিস নং ১৫৪৮)
‘আবদুল্লাহ ইবনু হারিস ইবনু নাওফাল (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এমন কোনো লোকের সন্ধান পেতে আমি খুবই আকাক্সক্ষী ছিলাম এবং এ ব্যাপারে লোকদের জিজ্ঞেসও করতাম যে, এমন কেউ আমাকে এ মর্মে জ্ঞাত করতে পারবে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুয ‘যুহা’ বা চাশতের সলাত আদায় করেছেন। তবে একমাত্র আবূ ত্বলিবের কন্যা উম্মু হানী ছাড়া আর কাউকেই এমন পাইনি যে, আমাকে এ ব্যাপারে কিছু অবহিত করতে পেরেছে। তিনি (উম্মু হানী) আমাকে জানিয়েছেন যে, মাক্কাহ বিজয়ের দিন সূর্যোদয়ের পর বেলা কিছু বাড়লে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। একটি কাপড় আনা হলো এবং তা দিয়ে পর্দা করে দিলে তিনি গোসল করলেন। তারপর সলাতে দাঁড়ালেন এবং আট রাকাআত সালাত আদায় করলেন।
উম্মু হানী (রাযিঃ) বলেছেন- এ সলাত তার কিয়াম (দাঁড়ানো) দীর্ঘতর ছিল, না রুকু দীর্ঘতর ছিল, না সাজদাহ দীর্ঘতর ছিল তা আমি জানি না। তবে কিয়াম, রুকু ও সাজদাহ সবগুলোই মনে হয় এক রকমের দীর্ঘ ছিল। উম্মু হানী (রাযিঃ) বলেছেন, এর আগে কিংবা পরে আর কখনো আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘সালাতুয যুহা’ বা চাশতের সালাত আদায় করতে দেখিনি। হাদিসটির বর্ণনাকারী মুরাদী এটি ইউনুস এর নিকট থেকে বর্ণনা করেছেন। তবে তিনি ‘আখবারানী’ অর্থাৎ ইউনুস আমাকে বলেছেন কথাটি উল্লেখ করেননি। (সহিহ মুসলিম হাদিস নং ১৫৫৩)
শিক্ষা: চাশতের নামাজ নবীজির সুন্নাত। এর ওয়াক্ত সূর্যদয়ের পর থেকে সূূর্য হেলা তথা জোহরের পূর্বের নিষিদ্ধ সময়ের আগ পর্যন্ত।

