Logo

ইসলাম

হাদিসের শিক্ষা

দৈনিক ১২ রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর মিলবে

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৯:০৫

দৈনিক ১২ রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর মিলবে

আমর ইবনু আওস (রহ.) থেকে বর্ণিত। তিনি বলেন, যে রোগে আম্বাসাহ ইবনু আবু সুফইয়ান মৃত্যুবরণ করেছেন- সে রোগ শয্যায় থাকাকালে তিনি আমার কাছে এমন একটি হাদিস বর্ণনা করেছেন যা খুবই খুশির বা আনন্দের। তিনি বলেছেন, আমি উম্মু হাবিবাহকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ কথা বলতে শুনেছি যে, দিন ও রাতে যে ব্যক্তি মোট ১২ রাকাআত (সুন্নাত) সালাত আদায় করে তার বিনিময়ে জান্নাতে ঐ ব্যক্তির জন্য একটি ঘর নির্মাণ করা হয়।

উম্মু হাবিবাহ বলেছেন, আমি যে সময়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এ সালাত সম্পর্কে শুনেছি তখন থেকে আর কখনো তা আদায় করা পরিত্যাগ করিনি। আম্বাসাহ ইবনু আবূ সুফইয়ান বলেছেন, এ সালাত সম্পর্কে যখন আমি উন্মু হাবিবার কাছে শুনেছি, তখন থেকে আর ঐ সালাতগুলো কখনো পরিত্যাগ করিনি। আমর ইবনু আওস বলেছেন, যে সময়ে এ সালাত সম্পর্কে আমি আম্বাসাহ ইবনু আবূ সুফইয়ান এর নিকট থেকে শুনেছি সে সময় থেকে আর কখনো তা পরিত্যাগ করিনি। নুমান ইবনু সালিম বলেছেন, যে সময় আমি এ হাদিসটি আমর ইবনু আওস-এর নিকট থেকে শুনেছি তখন থেকে কখনো আর তা পরিত্যাগ করিনি। (সহিহ মুসলিম হাদিস নং ১৫৭৯)

নুমান ইবনু সালিম (রহ.) থেকে একই সনদে হাদিসটি বর্ণিত হয়েছে, (হাদিসটি হলো) যে ব্যক্তি দিনে ১২ রাকাআত নফল (সুন্নাত) সালাত আদায় করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। (সহিহ মুসলিম হাদিস নং ১৫৮০)

শিক্ষা: এই ১২ রাকাত নামাজ সুন্নতে মুয়াক্কাদা। অযথা ছাড়া উচিত নয়। দৈনিক এই ১২ রাকাত হলো, জোহরের পূর্বে ৪ রাকাত ও পরে ২ রাকাত। মাগরিবের পরে ২ রাকাত। ইশার পরে ২ রাকাত এবং ফজরের পূর্বে ২ রাকাত। মোট ১২ রাকাত।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাদিসের শিক্ষা আল হাদিস ইসলাম ধর্ম

হাদিসের শিক্ষা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর