হাদিসের শিক্ষা
রাতে নফল নামাজ দুই রাকাত করে পড়া উত্তম
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫২
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ রাতে (নফল) সালাত আদায় করলে দুই রাকাআত দুই রাকাআত করে আদায় করবে। অতঃপর ভোর হওয়ার আভাস পেলে এক রাকাআত সালাত আদায় করে নিবে। এ এক রাকাআত সালাত সে যত সালাত আদায় করছে সেগুলোকে বিতর বা বেজোড় করে দিবে। আবু কুরায়ব তার বর্ণনায় আবদুল্লাহ ইবনু উমার (রাযিঃ)-এর নাম উল্লেখ না করে উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ উল্লেখ করেছেন। (সহিহ মুসলিম হাদিস নং ১৬৪৫)
খালাফ ইবনু হিশাম ও আবু কামিল (রহঃ) ..... আনাস ইবনু সীরীন (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) কে জিজ্ঞেস করলাম, ফজরের সালাতের পূর্বের দুই রাকাআত সালাতে আমি কিরাআত দীর্ঘায়িত করে থাকি- এ ব্যাপারে আপনার মতামত কী? তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নফল সালাত দুই দুই রাকাআত করে আদায় করতেন এবং এক রাকাআত বিতর বা বেজোড় আদায় করতেন। আনাস ইবনু সীরীন বলেন- এ সময় আমি বললাম, আমি তো আপনাকে এ বিষয়ে জিজ্ঞেস করছি না। (আমার এ কথা বলার পর) তিনি বললেন, তুমি তো মোটা বুদ্ধির লোক দেখছি! তুমি কি আমাকে হাদিসটা (পুরো) বলতে দিবে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নফল সালাত দুই দুই রাকাআত করে আদায় করতেন এবং পরে এক রাকাআত বিতর বা বেজোড় আদায় করতেন। আর ফজরের সালাতের পূর্বে দুই রাকাআত নফল এমনভাবে আদায় করতেন যেন তিনি ইকামাত বা তাকবির শুনতে পাচ্ছেন। খালাফ ইবনু হিশাম তার বর্ণনাতে ‘ফজরের পূর্বের দুই রাকাআত সালাত সম্পর্কে আপনার মতামত কী’ কথাটি উল্লেখ করেছেন। তিনি ‘সালাত’ শব্দটি উল্লেখ করেননি। (সহিহ মুসলিম হাদিস নং ১৬৪৬)
শিক্ষা : রাতে দুই রাকাত করে নফল নামাজ আদায় উত্তম। তবে চার রাকাত করেও পড়া যায়।

