কোরআনের বাণী
আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কোনো পথ নেই
(আন নিসা - ৮৮)
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৬
ইরশাদ হয়েছে- অতঃপর তোমাদের কী হলো যে, মুনাফিকদের সম্পর্কে তোমরা দুদল হয়ে গেলে? অথচ আল্লাহ তাআলা তাদের ঘুরিয়ে দিয়েছেন তাদের মন্দ কাজের কারণে! তোমরা কি তাদের পথ প্রদর্শন করতে চাও, যাদের আল্লাহ পথভ্রষ্ট করেছেন? আল্লাহ যাকে পথভ্রান্ত করেন, তুমি তার জন্য কোনো পথ পাবে না। (আন নিসা - ৮৮)

