কোরআনের বাণী
যে আল্লাহ ও রসূলের প্রতি হিজরত করবে তার জন্য রয়েছে মহাপুরস্কার
ধর্ম ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১৪:১১
ইরশাদ হয়েছে- যে কেউ আল্লাহর পথে দেশত্যাগ করে, সে এর বিনিময়ে অনেক স্থান ও সচ্ছলতা প্রাপ্ত হবে। যে কেউ নিজ গৃহ থেকে বের হয় আল্লাহ ও রসূলের প্রতি হিজরত করার উদ্দেশে, অতঃপর মৃত্যুমুখে পতিত হয়, তবে তার সওয়াব আল্লাহর কাছে অবধারিত হয়ে যায়। আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। (আন নিসা - ১০০)
যারা নিজের অনিষ্ট করে, তাদের বাসস্থান জাহান্নাম
ইরশাদ হয়েছে- যারা নিজের অনিষ্ট করে, ফেরেশতারা তাদের প্রাণ হরণ করে বলে, তোমরা কি অবস্থায় ছিলে? তারা বলে, এ ভূখণ্ডে আমরা অসহায় ছিলাম। ফেরেশতারা বলে, আল্লাহর পৃথিবী কি প্রশস্ত ছিল না যে, তোমরা দেশত্যাগ করে সেখানে চলে যেতে? অতএব, এদের বাসস্থান হল জাহান্নাম এবং তা অত্যন্ত মন্দ স্থান। (আন নিসা - ৯৭)
আইএইচ/

