Logo

ইসলাম

মানবিক সমাজ বিনির্মাণে ইসলামের রূপরেখা

Icon

ইফতেখারুল হক হাসনাইন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১০:৫১

মানবিক সমাজ বিনির্মাণে ইসলামের রূপরেখা

মানবিক সমাজ মানুষের স্বাভাবিক দাবি। সকলের জন্য ন্যায়, সমতা, দয়া, সহানুভূতি ও শান্তি নিশ্চিত করা কোরআনের মৌলিক লক্ষ্য। এর মধ্যে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, শিক্ষা ও স্বাস্থ্য উল্লেখযোগ্য। মানবিক সমাজের প্রথম স্তর হলো আল্লাহর প্রতি বিশ্বাস ও তাকওয়া। আল্লাহ তাআলা বলেন: 'হে মানবজাতি! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একটি মাত্র সত্তা থেকে সৃষ্টি করেছেন।' (সুরা-৪ নিসা, আয়াত: ১) সকল মানুষের সমান মর্যাদা কোরআনের মূলনীতি। জাতি, বর্ণ, ধনী-গরিবের ভেদাভেদ ছাড়া সবাই আল্লাহর সামনে সমান। আল্লাহ তাআলা বলেন: 'হে মানবজাতি! নিশ্চয়ই আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই, যে সর্বাধিক তাকওয়াবান।' (সুরা-৪৯ হুজুরাত, আয়াত: ১৩)

দরিদ্র, এতিম, বিধবা ও অসহায়ের প্রতি দয়া মানবিক সমাজের ভিত্তি। যাকাত, সদকা ও দানের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর করা ফরজ। পবিত্র কোরআনে রয়েছে: 'তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং যা কিছু তোমরা সৎকর্ম করো, আল্লাহ তা জানেন।' (সুরা-২ বাকারা, আয়াত: ১১০) 'তোমাদের সম্পদের মধ্যে তাদেরও অধিকার রয়েছেড়য়ারা চায় ও যারা চায় না।' (সুরা-৫১ যারিয়াত, আয়াত: ১৯)

প্রতিবেশী, আত্মীয় ও সমাজের প্রতি দায়িত্ব পালন করা ওয়াজিব। কোনো মানুষ যাতে ক্ষুধার্ত না থাকে, সে জন্য সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টা। আল্লাহ তাআলা বলেন: 'তোমরা আত্মীয়-স্বজন, এতিম, মিসকিন, পথিক ও যারা চায় তাদের প্রাপ্য দান করো।' (সুরা-২ বাকারা, আয়াত: ১৭৭) রাসুল (সা.) বলেছেন: 'সেই ব্যক্তি মুমিন নয়, যে নিজে পেট ভরে খায় কিন্তু তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।' (বুখারি: ৬০১৮)

ন্যায়বিচার ও সততা মানবিক সমাজের মেরুদণ্ড। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন: 'হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষী হিসেবে দাঁড়াও, যদিও তা তোমাদের নিজেদের বা পিতা-মাতা বা বাংলাদেশের টার্জীয়ের বিরুদ্ধে হয়।' (সুরা-৪ নিসা, আয়াত: ১৩৫)

শিক্ষা ও জ্ঞানের প্রসার মানবিক সমাজের জন্য অপরিহার্য। প্রত্যেক নাগরিকের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পবিত্র কোরআনে রয়েছে: 'পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।' (সুরা-৯৬ আলাক, আয়াত: ১) 'আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছেন, তাদের মর্যাদা উঁচু করেছেন।' (সুরা-৫৮ মুজাদালা, আয়াত: ১১)

স্বাস্থ্য ও চিকিৎসা সকলের অধিকার। রাষ্ট্রের দায়িত্ব সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। রাসুল (সা.) বলেছেন: 'প্রত্যেক রোগের জন্য আল্লাহ ওষুধ সৃষ্টি করেছেন।' (বুখারি: ৫৬৭৮)

ইসলামি রাষ্ট্রবিজ্ঞানের মূলনীতি অনুযায়ী রাষ্ট্র মানবিক সমাজের আমানতদার। প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করা রাষ্ট্রের ফরজ। কোনো নাগরিক যাতে অধিকার থেকে বঞ্চিত না হয়, তার জন্য শরিয়তসম্মত নীতিমালা প্রয়োগ করা ওয়াজিব। পবিত্র কোরআনে এসেছে: 'আমি তোমাদেরকে পৃথিবীতে খিলাফত দান করেছি।' (সুরা-১০ ইউনুস, আয়াত: ১৪)

মানবিক সমাজে সহিংসতা, যুদ্ধ ও ফিতনা থেকে দূরে থাকা ফরজ। শান্তি প্রতিষ্ঠা করা সকলের দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন: 'যদি তারা শান্তির দিকে ঝুঁকে, তুমিও শাড়ির দিকে ঝুঁকো।' (সুরা-৮ আনফাল, আয়াত: ৬১) মানবিক সমাজ বিনির্মাণ প্রসঙ্গে মহানবী (সা.) বলেছিলেন: 'তোমরা মানুষের কল্যাণ করো, আল্লাহ তোমাদের কল্যাণ করবেন।' (মুসলিম: ২৫৮৫) ড়এ হাদিস মানবিক সমাজের সর্বোত্তম রূপরেখা।

লেখক: মুহাদ্দিস ও ইসলাম বিষয়ক গবেষক 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর