Logo

ইসলাম

মিম্বরের পয়গাম ২য় খণ্ড

খতিব ও আলোচকদের অনন্য পাথেয়

Icon

হুসাইন আহমদ

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৮:২২

খতিব ও আলোচকদের অনন্য পাথেয়

মিম্বর। নববি আমানত। জাতির দিকনির্দেশনার অন্যতম কেন্দ্র। মিম্বর থেকেই ছড়িয়ে পড়েছে ঐশী আলো। সুমহান আদর্শ। আলোড়িত হয়েছে শাশ্বত পয়গাম। অনুপম দ্বীনের জয়গান। আলেমরা আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকার। উত্তরাধিকারসূত্রেই মিম্বরের দায়িত্ব পেয়েছেন তারা। সেজন্য মিম্বরে বসে ইসলামের সঠিক বাণীগুলো প্রচার করেন উম্মাহর উলামা হযরত, দরদী খতিব সাহেবান। 

মসজিদের ইমাম ও খতিব যদি সচেতন হন। একটু উদ্যোগী ও কর্মঠ হন, তাহলে সেই মসজিদের মহল্লার চিত্র পুরোটাই বদলে যায়। সেখানে ইলমের চর্চা বাড়ে, আমলের সৌন্দর্য বাড়ে। নিয়মিত মুসল্লি ছাড়াও যারা কেবল জুমা পড়তে আসেন, তারাও শেখেন অনেক কিছু। খতিব সাহেব যখন কোরআন ও হাদিসের টেক্সট বা নুসুস দিয়ে বয়ান করেন, তখন মুসল্লিদের মাঝে এর প্রভাব পড়ে। তারা ইসলামি জ্ঞানের বেসিকটা শিখতে পারেন খুব সহজভাবেই। সেজন্য খতিব সাহেবের বয়ান নুসুসনির্ভর হওয়া বাঞ্ছনীয়।

এসব বিষয় মাথায় রেখে, খতিবদের সুবিধার্থে বাজারে এসেছে দলিলনির্ভর অনবদ্য রচনা ‘মিম্বরের পয়গাম ২য় খণ্ড’। ইতোপূর্বে এর প্রথম খণ্ড বেরিয়েছে। এবং পাঠকমহলে ঈর্ষণীয় সমাদর পেয়েছে।

গ্রন্থটি রচনা করেছেন মুফতি হাসানুজ্জামান। মুফতি সাহেব একজন দায়িত্বশীল খতিব। তিনি অনেক পরিশ্রম করে কোরআন ও হাদিসের তথ্য দিয়ে প্রতিটি বয়ান সাজিয়েছেন। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ভিত্তিক ৪৮ টি বয়ান এখানে সাজানো হয়েছে। একজন খতিব চাইলে খুব সহজেই নির্দিষ্ট বিষয়ের বয়ানটি কোরআন ও হাদিসের রেফারেন্সের আলোকে সাজিয়ে নিতে পারবেন।

বইটি প্রকাশের পর বিজ্ঞজনেরা উচ্ছ¡াস প্রকাশ করেছেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সুযোগ্য মুহতামিম মাওলানা মাহফুজুল হক বলেন, ‘কোরআন-হাদিস ও হকের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম একটি মাধ্যম হলো মসজিদের মিম্বর। এখান থেকেই একজন খতিব বুদ্ধিদীপ্ত আলোচনার মাধ্যমে মুসল্লিদের হৃদয়ে ঈমান ও ইসলামের বীজ বপন করতে পারেন, মানুষকে দিতে পারেন সঠিক পথের দিশা। আর এ ক্ষেত্রে কোরআন ও হাদিসের আলোকে সাজানো সহজ-সরল আলোচনা বেশ ভূমিকা রাখে।’ 

এজন্য মিম্বরগুলোয় শরিয়তের মূল উৎস থেকে আহরিত তথ্য ও তত্ত্বভিত্তিক আলোচনা হওয়াটা খুবই জরুরি বিষয়। তবে সবার পক্ষে যেহেতু কোরআন ও হাদিস ঘেঁটে সমাজের জন্য প্রয়োজনীয় তথ্যগুলোর সুন্দর বিন্যাস করা সম্ভব হয় না এবং সেই সুযোগও হয় না অনেকের, এজন্য কিছু মানুষের এগিয়ে আসা দরকার। আমি মনে করি, খতিব, ওয়ায়েজ ও ইসলামি আলোচকদের জন্য ভালো একটি কাজ হয়েছে। এমনকি এই বই থেকে সর্বস্তরের পাঠকরাও নানাভাবে উপকৃত হতে পারবেন।

খতিব ও ধর্মীয় আলোচকদের জন্য উপকারী মাস্টারপিস এই বইটি প্রকাশ করেছে ‘সীরাতকেন্দ্র’-এর প্রকাশনা বিভাগ। বিশিষ্ট লেখক ও সিরাতবিদ মুফতি আমীর ইবনে আহমদের নিবিড় সম্পাদনায় প্রায় সাড়ে আটশত পৃষ্ঠার বইটি হয়ে উঠেছে আরো প্রাঞ্জল, আরো সাবলীল। তাই আপনার বয়ানকে তথ্যসমৃদ্ধ ও দলিলনির্ভর করতে বইটি আজই সংগ্রহ করুন । বইটি অনলাইন শপিং মল বা আপনার নিকটবর্তী ইসলামী লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারবেন।

লেখক : আলেম, কবি, প্রাবন্ধিক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর