Logo

ইসলাম

হাদিসের শিক্ষা

সুন্দর-মিষ্টি আওয়াজে কোরআন পাঠ করা মুস্তাহাব

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:২১

সুন্দর-মিষ্টি আওয়াজে কোরআন পাঠ করা মুস্তাহাব

আবু হুরায়রা (রাযি.) পর্যন্ত এর সানাদ সূত্রটি পৌছিয়েছেন। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাবীর উত্তম ও মিষ্টি করে কুরআন তিলাওয়াত আল্লাহ তাআলা যেভাবে শুনে থাকেন অন্য কোনো জিনিস সেভাবে শুনেন না। (সহিহ মুসলিম হাদিস নং ১৭৩০) বিশর আবু হুরায়রাহ (রাযি.) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, মহান আল্লাহ এতটা খুশি হন না যতটা খুশি হয়ে থাকেন সুকণ্ঠের অধিকারী কোনো নাবীর প্রতি যিনি সুললিত কণ্ঠে ও সশব্দে তা তিলাওয়াত করে থাকেন। (সহিহ মুসলিম হাদিস নং ১৭৩২)

আবু হুরায়রাহ (রাযি,) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নাবী কর্তৃক সুমিষ্ট কণ্ঠে উচ্চৈঃস্বরে কুরআন তিলাওয়াত করা আল্লাহ তাআলা যেভাবে শুনেন অন্য কিছুই আর সেভাবে শুনেন না। (সহিহ মুসলিম হাদিস নং ১৭৩৪)

বুরায়দাহ (রাযি,) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবদুল্লাহ ইবনু কায়স অথবা বলেছেন (বর্ণনাকারীর সন্দেহ) (আবু মুসা) আল আশ’আর-কে দাউদ এর মতো মিষ্টি কণ্ঠ দান করা হয়েছে। (সহিহ মুসলিম হাদিস নং ১৭৩৬) আবু মুসা (আল আশ’আরী) (রাযি.) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা (রাযি.) কে উদ্দেশ্য করে বললেন, গতরাতে আমি যখন তোমার কুরআন পাঠ শুনছিলাম তখন যদি তুমি আমাকে দেখতে তাহলে খুব খুশী হতে। তোমাকে তো দাউদ এর মতো সুমিষ্ট কণ্ঠস্বর দেয়া হয়েছে। (সহিহ মুসলিম হাদিস নং ১৭৩৭)

শিক্ষা : কোরআন তিলাওয়াত হল আল্লাহর সাথে কথোপকথন। আর আল্লাহ হলেন মহান, বিশ্বের একমাত্র প্রতিপালক। তাই নিজের সর্বোচ্চ সাধ্যনুযায়ী সুন্দর করে তিলাওয়াত করা উচিত।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাদিসের শিক্ষা আল হাদিস

হাদিসের শিক্ষা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর