Logo

ইসলাম

কোরআনের বাণী

ঈমান আনলে এবং সৎকর্ম করলে চিরস্থায়ী শান্তি মিলবে

আন নিসা - ১২২

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:২৫

ঈমান আনলে এবং সৎকর্ম করলে চিরস্থায়ী শান্তি মিলবে

ইরশাদ হয়েছে- যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদেরকে উদ্যানসমূহে প্রবিষ্ট করাব, যেগুলোর তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। তারা চিরকাল তথায় অবস্থান করবে। আল্লাহ প্রতুশ্রুতি দিয়েছেন সত্য। আল্লাহর চাইতে অধিক সত্যবাদী কে? (আন নিসা - ১২২)

মন্দ কাজ করলে অবশ্যই শাস্তি পাবে 

ইরশাদ হয়েছে- তোমাদের আশার উপর ও ভিত্তি নয় এবং আহলে-কিতাবদের আশার উপরও না। যে কেউ মন্দ কাজ করবে, সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোন সমর্থক বা সাহায্যকারী পাবে না। (আন নিসা - ১২৩)

কোরআনের বাণী

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর