Logo

ইসলাম

পুরুষের জন্য লাল ও হলুদ পোশাক পরার বিধান

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০

পুরুষের জন্য লাল ও হলুদ পোশাক পরার বিধান

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন দর্শকদের। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এক অনুষ্ঠানে- ছেলেদের জন্য লাল ও হলুদ পোশাক পরা হারাম, আর এটা কি কারণে তা জানতে চান এক দর্শক।

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, লাল ও হলুদ পোশাক পরা হারাম এটা সরাসরি বলা কঠিন। বিভিন্ন হাদিসে একদম টকটকা লাল ও হলুদ যেখানে কোনো মিশ্রণ নাই- এ দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েতে নবী করিম (সা.) থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত। সেটাকে ফিকহবীদগণ মাকরুহ বলেছেন, যা অপছন্দনীয়, অনুত্তম ও অনুচিত। অর্থাৎ একদম পিওর লাল ও হলুদ রঙের পোশাক পরা অনুচিত পুরুষের জন্য।   

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, এখন আপনি যদি বলেন- এটা কিসের জন্য নিষেধ করা হয়েছে। আমি বলব এটা নারীদের জন্য রিজার্ভ। অন্যান্য কালার যে কেউ পরতে পারেন, তবে লাল ও হলুদ নারীদের জন্য স্পেশাল। পোশাকের ক্ষেত্রে নারীরা যে কোনো কালার পরতে পারবেন। তবে পুরুষের ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে। যেমন- রেশম বা সিল্ক নারীরা পরতে পারবেন, পুরুষদের রেস্ট্রিকশন আছে। স্বর্ণ নারীরা পরতে পারবেন কিন্ত পুরুষরা না।

আইএইচ/ 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর