কোরআনের বাণী
দুনিয়া ও আখেরাতের কল্যাণ আল্লাহরই নিকটেই
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৩:২০
ইরশাদ হয়েছে- হে মানবকূল, যদি আল্লাহ তোমাদের সরিয়ে তোমাদের জায়গায় অন্য কাউকে প্রতিষ্ঠিত করেন? বস্তুত, আল্লাহর সে ক্ষমতা রয়েছে। যে কেউ দুনিয়ার কল্যাণ কামনা করবে, তার জেনে রাখা প্রয়োজন যে, দুনিয়া ও আখেরাতের কল্যাণ আল্লাহরই নিকট রয়েছে। আর আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন। (আন নিসা ১৩৩, ১৩৪)

