Logo

ইসলাম

হাদিসের শিক্ষা

অন্যের থেকে কোরআন তিলাওয়াত শোনার গুরুত্ব

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৩:২৩

অন্যের থেকে কোরআন তিলাওয়াত শোনার গুরুত্ব

হান্নাদ ইবনুস সারী ও মিনহাজ ইবনুল হারিস আত তামীমী (রহঃ) ..... আমাশ (রহঃ) থেকে এই একই সানাদে হাদিস বর্ণনা করেছেন। তবে হান্নাদ তার বর্ণনায় এ কথা বৃদ্ধি করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ানো অবস্থায় একদিন আমাকে বললেন, আমাকে (কুরআন) পাঠ করে শোনাও। (সহিহ মুসলিম হাদিস নং ১৭৫৩)

আবু বাকর ইবনু আবু শায়বাহ ও আবু কুরায়ব (রহঃ) ..... ইবরাহীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ)-কে বললেন, তুমি আমাকে কুরআন তিলাওয়াত করে শোনাও। তিনি (আবদুল্লাহ ইবনু মাসউদ) বললেন- আমি আপনাকে কুরআন পড়ে শোনাব? অথচ কুরআন তো আপনার প্রতিই অবতীর্ণ হয়েছে। তিনি বললেন, আমি অন্যের মুখ থেকে কুরআন পাঠ শুনতে ভালোবাসি। হাদিস বর্ণনাকারী ইবরাহীম বলেন, অতঃপর তিনি (আবদুল্লাহ ইবনু মাসউদ) সুরাহ্ আন নিসার প্রথম থেকে- 'হে নাবী! একটু ভেবে দেখুন তো সে সময় এরা কী করবে যখন আমি প্রত্যেক উন্মাতের মধ্যে থেকে একজন করে সাক্ষী হাজির করব, আর এসব লোকের জন্য আপনাকে সাক্ষী হিসাবে হাজির করব (সূরাহ আন নিসা ৪ঃ ৪১) এ আয়াত পর্যন্ত তাকে পড়ে শুনালেন। এতে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কেঁদে ফেললেন।

শিক্ষা : কোরআনুল কারীম। আল্লাহর কালাম। আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন কোরআনের তিলাওয়াত নিজে করা এবং অন্যের থেকে শোনা দুটোই আকর্ষণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝে মধ্যে অন্যের থেকে তিলাওয়াত শুনতেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাদিসের শিক্ষা আল হাদিস

হাদিসের শিক্ষা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর