Logo

ইসলাম

হাদিসের শিক্ষা

প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় নবীজি যে দোয়া পড়েছেন

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৩:৩৯

প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় নবীজি যে দোয়া পড়েছেন

আম্মাজান হজরত আয়েশাহ (রাযি:) থেকে বর্ণিত- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরূপ ছিল যে, যখন কোনো সময় দমকা হাওয়া ও মেঘের ঘনঘটা দেখা দিত, তার চেহারায় একটা আতঙ্কের ভাব ফুটে উঠত এবং তিনি আগে-পিছনে উদ্বিগ্ন হয়ে চলাফেরা করতেন। (সহিহ মুসলিম হাদিস নং ১৯৬৯)

যখন বাতাস প্রবল আকার ধারণ করত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে   দোয়া করতেন-  ‘আল্ল-হুম্মা ইন্নি আসআলুকা খয়রাহা- ওয়া খয়রা মাকিহা- ওয়া খয়রা মা-ফিহা ওয়া খয়রা মা- উরসিলাত বিহী, ওয়া আউয়ুবিকা মিন শাররিহা- ওয়া শাররি মা- ফিহা- ওয়া শাররি মা-উরসিলাত বিহী” - (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে মেঘের কল্যাণ কামনা করছি ও এর মধ্যে যে কল্যাণ নিহিত আছে এবং যে কল্যাণের সাথে প্রেরিত হয়েছে তাও এবং তোমার কাছে এর অকল্যাণ ও এর মধ্যে যে অকল্যাণ নিহিত আছে এবং যে অকল্যাণ নিয়ে এসেছে তা থেকে আশ্রয় চাই।)

শিক্ষা : বৃষ্টি সাধারণত বান্দার জন্য আল্লাহর রহমত। কিন্তু যদি তা প্রবল হয় এবং প্রচন্ড ঝড় শুরু হয় তখন তা আজাবও হতে পারে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আল হাদিস হাদিসের শিক্ষা

হাদিসের শিক্ষা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর