হাদিসের শিক্ষা
প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় নবীজি যে দোয়া পড়েছেন
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৩:৩৯
আম্মাজান হজরত আয়েশাহ (রাযি:) থেকে বর্ণিত- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এরূপ ছিল যে, যখন কোনো সময় দমকা হাওয়া ও মেঘের ঘনঘটা দেখা দিত, তার চেহারায় একটা আতঙ্কের ভাব ফুটে উঠত এবং তিনি আগে-পিছনে উদ্বিগ্ন হয়ে চলাফেরা করতেন। (সহিহ মুসলিম হাদিস নং ১৯৬৯)
যখন বাতাস প্রবল আকার ধারণ করত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন- ‘আল্ল-হুম্মা ইন্নি আসআলুকা খয়রাহা- ওয়া খয়রা মাকিহা- ওয়া খয়রা মা-ফিহা ওয়া খয়রা মা- উরসিলাত বিহী, ওয়া আউয়ুবিকা মিন শাররিহা- ওয়া শাররি মা- ফিহা- ওয়া শাররি মা-উরসিলাত বিহী” - (অর্থাৎ- হে আল্লাহ! আমি তোমার কাছে মেঘের কল্যাণ কামনা করছি ও এর মধ্যে যে কল্যাণ নিহিত আছে এবং যে কল্যাণের সাথে প্রেরিত হয়েছে তাও এবং তোমার কাছে এর অকল্যাণ ও এর মধ্যে যে অকল্যাণ নিহিত আছে এবং যে অকল্যাণ নিয়ে এসেছে তা থেকে আশ্রয় চাই।)
শিক্ষা : বৃষ্টি সাধারণত বান্দার জন্য আল্লাহর রহমত। কিন্তু যদি তা প্রবল হয় এবং প্রচন্ড ঝড় শুরু হয় তখন তা আজাবও হতে পারে।

