Logo

ইসলাম

হাদিসের শিক্ষা

রাসূল (সা.) ‍শিশুদের জন্য দোয়া করতেন

Icon

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ২০:০৬

রাসূল (সা.) ‍শিশুদের জন্য দোয়া করতেন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহীমের মৃত্যুতে যখন তাঁর দু নয়ন দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল, এ দেখে আব্দুর রহমান বিন আউফ বলে উঠল, হে আল্লাহর রাসূল! আপনিও কাঁদছেন?

অত:পর তিনি বললেন, ওহে ইবনে আউফ! এ তো দয়া, অত:পর তিনি আবার অশ্রু ঝরালেন। তারপর তিনি বললেন, নিশ্চয়ই চোখের অশ্রু প্রবাহিত হবে, হৃদয় চিন্তিত হবে, আর আল্লাহ যাতে সন্তুষ্ট আমরা তাই বলব। তারপর বললেন, ওহে ইব্রাহীম! তোমার মৃত্যুতে আমরা সবাই চিন্তিত। [বুখারী, হাদিস: ১৩০৩]

আনাস রাদিয়াল্লাহু আনহু শিশু-কিশোরদের পার্শ দিয়ে অতিবাহিত হওয়ার সময় সালাম দিতেন এবং বলতেন- রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপই করতেন। [বুখারী, হাদিস: ৬২৪৭]

আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন,নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছোট বাচ্চাদের নিয়ে আসা হতো, তিনি তাদের জন্য দোয়া করে দিতেন। একবার তার কাছে এক ছেলে বাচ্চা আনা হলে, [তিনি সে বাচ্চাকে কোলে নেওয়ায়] সে তাঁর কাপড়ে পেশাব করে দিল, তিনি পানি নিয়ে আসতে বললেন, কাপড় ধৌত না করে সে পানি পেশাবের জায়গায় ব্যবহার করলেন। [বুখারী, হাদিস: ৬৩৫৫]

শিক্ষা : প্রত্যেক মুসলমানের উচিৎ ছোটদের স্নেহ করা ও তাদেরকে উপযুক্ত মূল্যায়ন করা । কারণ, তারাই তো আগামী দিনের জনক এবং জাতির কর্ণধার এবং ভবিষ্যতের ঊষার আলো। 

আইএইচ/ 

হাদিসের শিক্ষা

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর