হাদিসের শিক্ষা
ইসলামে দেশপ্রেম ও দেশের স্বাধীনতা রক্ষার গুরুত্ব
ধর্ম ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৯:১১
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘ইসলামি রাষ্ট্রের সীমান্ত প্রহরায় এক রাত সমুদ্রতীরে যাপন করা ঘরে অবস্থান করে এক হাজার রাকাত নফল নামাজ আদায়ের চেয়ে উত্তম।’ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ‘এক দিন ও এক রাতের সীমান্ত প্রহরা ধারাবাহিকভাবে এক মাসের সিয়াম সাধনা ও সারা রাত নফল ইবাদতে কাটানো অপেক্ষা উত্তম।’ (সহিহ মুসলিম)
হজরত আনাস (রা.) বর্ণনা করেন, ‘আমি খায়বর অভিযানে খাদেম হিসেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। অভিযান শেষে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ফিরে এলেন, উহুদ পাহাড় তাঁর চোখে পড়লে নবীজীর চেহারায় আনন্দের আভা ফুটে উঠল। আর তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এই উহুদ পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও একে ভালোবাসি’ (বুখারি ও মুসলিম)।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনার পথে হিজরতের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে তার মুখ ফেরালেন জন্মভূমি মক্কার দিকে, যেখানে তিনি নবুয়ত লাভ করেছেন এবং তার পূর্বপুরুষরা বসবাস করে আসছেন। তিনি বার বার ফিরে তাকাচ্ছেন মক্কার দিকে, চোখ থেকে অশ্রæ ঝরছে। মক্কার দিকে দৃষ্টি নিবদ্ধ করে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করলেন ‘হে মক্কা! তুমি আমার কাছে সমস্ত স্থান থেকে অধিক প্রিয়, আমি মক্কাকেই ভালোবাসি। আমার মন মানছে না। কিন্তু তোমার লোকেরা আমাকে এখানে থাকতে দিল না, সব কিছুর মালিক তুমি। মক্কার মানুষদের ঈমানের আলোয় উজ্জল করো। ইসলামকে প্রতিষ্ঠিত করো’ (মুসনাদে আহমদ ও তিরমিযি)।
শিক্ষা : দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ। দেশের স্বাধীনতা রক্ষা খুব সওয়াবের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেশের সীমানা পাহাড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন এবং অনেক সওয়াব ঘোষণা করেছেন।

